নুরাল পাগলার লাশ পোড়ানোয় উদ্বিগ্ন জামায়াত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:১২ পিএম

নুরাল পাগলার লাশ পোড়ানোয় উদ্বিগ্ন জামায়াত

রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘নুরাল পাগলা হিসেবে পরিচয় দেওয়া নুরুল হক-এর লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এই ঘটনায় দলটি তীব্র নিন্দা জানিয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজেও বিবৃতিটি প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “গোয়ালন্দে ‘ইমান-আকিদা রক্ষা কমিটি নামে একটি গোষ্ঠী নুরুল হক ওরফে ‘নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে। যদিও নুরুল হক মৃত্যুবরণ করেছেন, তার জীবদ্দশায় যা করেছেন তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করবেন, তবে ইসলাম এ ধরনের কবর উচ্ছেদ ও লাশ পোড়ানোর কাজকে অনুমোদন করে না। এই ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। আমরা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড জামায়াতে ইসলামী বরদাশত করে না। দেশে শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তাই এই ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীকে জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, “দেশে আইন ও বিচারব্যবস্থা কার্যকর রয়েছে। আইন নিজের হাতে নেওয়া কখনোই গ্রহণযোগ্য নয়। দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন। সমাজ ও রাষ্ট্রে অশান্তি সৃষ্টিকারী সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।

Link copied!