সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৪:১০ পিএম
কবি ও লেখক ফরহাদ মজহার মন্তব্য করেছেন, জুলাই অভ্যুত্থানের পরও দেশে শান্তির লক্ষণ স্পষ্ট নয়।
তিনি বলেন, “কিছু ক্ষেত্রে মানুষের মধ্যে অসহিষ্ণুতা দেখা যাচ্ছে। গাজাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। এজন্য মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা উচিত। কারণ আল্লাহ তাঁকে সবার জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন।”
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আঞ্জুমানে রহমানিয়া মঈনীয়া মাইজভাণ্ডারীয়া দরবার শরিফের আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।
ফরহাদ মজহার আরও বলেন, “মহানবী (সা.) পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মহানায়ক এবং আমাদের সেনাপতি। তিনি আমাদের জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়িত্ব দিয়েছেন। মানুষের মধ্যে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তাই আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মানবিক বিষয়ে সবাই একমত হতে পারি।”