১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৪ বছর বয়সে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের জীবনপ্রদীপ নিভে যায়।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) তার ২৯তম মৃত্যুবার্ষিকী, যা উপলক্ষে দেশের সিনেমাপ্রেমীরা আবারও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
শুধু সাধারণ ভক্তরাই নয়, ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানও আজ সালমান শাহকে স্মরণ করেছেন। শনিবার দুপুরে শাকিব খান তার ফেসবুক পেজে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস-এর একটি ফটোকার্ড শেয়ার করেন। এতে সালমান শাহের তিনটি কোলাজ ছবি রয়েছে, যার সঙ্গে লেখা, ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’। শাকিব খান পোস্টে লিখেছেন, ‘যেখানেই থাকুন আপনার আত্মার শান্তি কামনা করছি।’
শাকিবের এই পোস্টে ভক্তরা সালমান শাহ ও শাকিব উভয়ের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘প্রতিটা ভক্তের হৃদয় জুড়ে থাকবে সেই প্রিয় অমর নায়ক সালমান শাহ।’
সালমান শাহকে হারিয়ে ঢাকাই চলচ্চিত্র এক অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়। তবে তার মৃত্যু নিয়ে ভক্তদের মনে শুরু থেকেই নানা ধোঁয়াশা ছিল। কেউ মনে করেন এটি আত্মহত্যা, আবার কেউ মনে করেন পরিকল্পিত হত্যাকাণ্ড। এখনও পর্যন্ত সেই রহস্য উদঘাটিত হয়নি।
তবে সালমান শাহের অনন্য স্টাইল আজও ভক্তদের মনে অমলিন। ব্যান্ডেনা মাথায়, চোখে সানগ্লাস, বাইক আর কালো ঘন চুল ও মায়াবী হাসি—এই সরলতা ও তারুণ্যময় উপস্থিতিই তাকে ঢালিউডের অমর নায়ক হিসেবে গড়ে তুলেছে।