রাজশাহীর পাহাড়িয়া পরিবারের স্থায়ী পুনর্বাসনের দাবি

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:০১ পিএম

রাজশাহীর পাহাড়িয়া পরিবারের স্থায়ী পুনর্বাসনের দাবি

রাজশাহী নগরের মোল্লাপাড়ায় বসবাসরত পাহাড়িয়া জাতিগোষ্ঠীর পরিবারগুলোকে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করে স্থায়ী পুনর্বাসন ও নিরাপত্তা প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে নগরের সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে আরও সাতটি সংগঠন সংহতি জানিয়ে অংশ নেয়।

বক্তারা জানান, মুক্তিযুদ্ধের পর ভারত থেকে আসা পাহাড়িয়া জাতিগোষ্ঠীর ছয়টি পরিবারকে স্থানীয় ইন্দ্রা ধোপা নামে একজন ব্যক্তি রাজশাহী সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়ায় বসতি স্থাপনের জন্য জমি দেন। ধীরে ধীরে সেখানে তিন প্রজন্ম ধরে ১৬টি পরিবারের বসতি গড়ে ওঠে।

কয়েক বছর আগে ওই জমির মালিকানা দাবি করে সাজ্জাদ আলী ওরফে সাজ্জাদ হাজি তাদের উচ্ছেদের হুমকি দিয়ে আসছিলেন। ইতিমধ্যে তিনটি পরিবার স্থান পরিবর্তন করেছে এবং বাকি পরিবারগুলোকে রোববার চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে প্রশাসনের হস্তক্ষেপে উচ্ছেদ কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে।

এ অবস্থায় বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন মোল্লাপাড়ায় পাহাড়িয়া পরিবারের জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণ করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডি। এতে বক্তব্য দেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সাবেক কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরিকা, জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজওয়াড়, সহ-সভাপতি রাজ কুমার শাও, মহিলা পরিষদের জেলা সভাপতি কল্পনা রায়, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামাল কাদেরী, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক ফয়জুল্ল্যাহ চৌধুরী, পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন, ‘দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, মাসাউসের নির্বাহী পরিচালক মেরিনা হাসদা এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান হাসিবুর।

Link copied!