রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
দরবার প্রাঙ্গণে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে ধ্বংসস্তূপ, ভাঙচুর হওয়া ভবন থেকে এখনও ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। কৌতূহলী মানুষজন ভিড় করলেও ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কয়েক দফায় দরবারে হামলা চালানো হয়। শরিয়ত পরিপন্থীভাবে দাফনের অভিযোগ তুলে হামলাকারীরা নুরাল পাগলার কবর খুঁড়ে লাশ তুলে এনে মহাসড়কে পুড়িয়ে দেয়।
উপজেলা ইমান-আকিদা রক্ষা কমিটির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ থেকে শুরু হওয়া এই সহিংসতায় অন্তত ৫০ জন আহত হন, তাঁদের মধ্যে ১০–১২ জন পুলিশ সদস্যও রয়েছেন। হামলায় পুলিশের দুটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় গুরুতর আহত হয়ে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা মারা যান।
ঘটনার পর শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা বাদী হয়ে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। তবে শনিবার সকাল পর্যন্ত কোনো গ্রেপ্তার হয়নি বলে থানার ওসি রাকিবুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরাল পাগলার পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, দরবারের তিনতলা ও দুইতলা ভবনের প্রতিটি কক্ষ ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র নেই বললেই চলে। ভক্তদের আস্তানার টিনশেড ঘর এবং কবরস্থান অংশও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসাবশেষ থেকে কেউ কেউ চাল-ডালসহ বিভিন্ন জিনিস সংগ্রহ করছেন।
স্থানীয় সূত্র জানায়, নুরাল পাগলা গত ২৩ আগস্ট বার্ধক্যজনিত কারণে মারা যান। সেদিন রাতে তাঁর ভক্তরা বিশেষ কায়দায় আস্তানার ভেতর উঁচু স্থানে তাঁকে দাফন করেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় আলেম ও তৌহিদি জনতা কবর সমতল করার দাবি তোলে। কয়েক দফা বৈঠক ও সংবাদ সম্মেলনের পরও দাবি পূরণ না হওয়ায় শুক্রবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় কমিটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে বক্তব্য চলাকালে উত্তেজিত লোকজন মিছিল নিয়ে দরবারে হামলা চালায়। ভক্তরা প্রতিরোধ করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে হামলাকারীরা দরবারের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। বিকেল ৫টার দিকে তাঁরা নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে মহাসড়কে নিয়ে পুড়িয়ে দেয়।