ছবি: সংগৃহীত
নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস।
রোববার সন্ধ্যা সাড়ে ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়েছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছে।
এনসিপির প্রতিনিধি দলে আছেন দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও তাসনিম জারা এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এর আগে বিকালে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রাতে বিএনপির সঙ্গে বসার কথা রয়েছে তার।
এদিন বিকাল ৩টায় বিএনপির সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও একই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকের সময় পরিবর্তনের অনুরোধ জানান। পরে বিএনপির সঙ্গে বৈঠকের সূচি পুনর্নির্ধারণ করা হয়।
শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ ঘিরে যৌথবাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হন। এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
এর মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি ওঠায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটেই তিন দলের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা।