সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৫:২৯ পিএম
রংপুর: আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতারা যদি জাতীয় পার্টিতে যোগ দেন, তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডস্থ জাপার দলীয় কার্যালয়ে রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মোস্তাফিজার রহমান বলেন, “যারা আওয়ামী লীগের সমর্থক কিন্তু তাদের বিরুদ্ধে কোনো মামলা-মোকদ্দমা নেই, এবং ক্লিন ইমেজের—তাদের যদি আমরা যোগ্য মনে করি, তাহলে কেন তাদের মনোনয়ন দেওয়া হবে না? অবশ্যই দেওয়া হবে। এটি আমাদের প্রার্থী সংকট মোকাবেলায় অপরিহার্য।”
তিনি আরও জানান, ৩০০ আসনের মধ্যে শক্তিশালী প্রার্থী পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে ফরিদপুর, গোপালগঞ্জসহ অন্যান্য জেলায় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন থাকা সত্ত্বেও, যদি ক্লিন ইমেজের কেউ জাপায় যোগ দেন, তবে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে।
গণতন্ত্র রক্ষার বিষয়ে মন্তব্য করে কো-চেয়ারম্যান বলেন, “বিএনপিকে গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে বাঁচানোর দায়িত্ব থাকা উচিত। যদি বিএনপি একা হয়ে যায়, নির্বাচনের স্বচ্ছতা এবং বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।”
তিনি অভিযোগ করেন, স্বাধীনতাবিরোধী শক্তিরা বিএনপিকে দুর্বল করার জন্য নানা পরিকল্পনা করছে। এছাড়া মোস্তাফিজার রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “মানুষের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, পার্টি অফিসে আক্রমণ, দিনের বেলাতেও মানুষকে পিটিয়ে মারার ঘটনা ঘটছে। বীর মুক্তিযোদ্ধাদের জেলে পাঠানো হচ্ছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন করা কি সম্ভব, তা প্রশ্নবিদ্ধ।”
মোস্তাফিজার রহমান আরও বলেন, “স্বাধীনতার পর প্রথমবারের মতো বীর মুক্তিযোদ্ধাদের ওপর সহিংসতা, তাদের কণ্ঠস্বর স্তব্ধ করা, হেনস্থা ও অপমানের ঘটনা ঘটছে। এটি দেশের জন্য ভালো লক্ষণ নয়। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গে আছি।”
তিনি জাপা অফিস ভাঙচুর এবং নেতাকর্মী হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “মোব সন্ত্রাসের মাধ্যমে রংপুর বিভাগের তিনটি জেলায় জাপার অফিসে আক্রমণ হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
মতবিনিময় সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতারা উপস্থিত ছিলেন।