কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর আখড়াবাড়ির প্রধান প্রবেশ গেটে পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ীতে মাজারে হামলা সহ অন্যান্য কিছু ঘটনার পর জেলা পুলিশ সতর্কতার অংশ হিসেবে লালন আখড়াবাড়িতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে।
বেলা ৩:৩০টার দিকে আখড়াবাড়ির ভিতরে গোলঘরের সামনে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেনের সঙ্গে কথা বললে তিনি জানান, “গতকাল রাজবাড়ীতে একটি মাজারকেন্দ্রিক ঘটনা ঘটেছে। সম্ভবত সেই ঘটনার প্রেক্ষিতে আমাদের পুলিশ লাইন থেকে অতিরিক্ত সতর্কতার কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
কুষ্টিয়া জেলা পুলিশের সুপার মো. মিজানুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, “কিছু ইস্যুর কারণে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং লালন আখড়াবাড়িও তার অংশ।”