২০২৩ সালে সবচেয়ে বেশি গুজবের শিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা: রিউমর স্ক্যানার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৪, ০৬:০১ পিএম

২০২৩ সালে সবচেয়ে বেশি গুজবের শিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা: রিউমর স্ক্যানার

ছবি:সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে পুরো ২০২৩ সাল জুড়ে রাজনীতির ময়দানে এক উত্তাল সময় দেখেছে বাংলাদেশ। ২০২৩ সালে রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে সবচেয়ে বেশি গুজব রটেছে বলে জানিয়েছে বাংলাদেশি ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। 

আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানটি ভুল তথ্য শনাক্ত নিয়ে বার্ষিক হিসাবে এ তথ্য তুলে ধরেছে।

রিউমর স্ক্যানার এক বিজ্ঞপ্তিতে জানায়, গত বছর রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে শুধু শেখ হাসিনাকে জড়িয়ে ১২১টি ভুল তথ্য প্রচার করা হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে জড়িয়ে ভুল তথ্য শনাক্ত করা হয়েছে ৩১টি। ৩০টি ভুল তথ্যের শিকার হয়ে তৃতীয় স্থানে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

রাজনীতিতে গুজবের প্রচারণা প্রতিপক্ষকে দমিয়ে দেয়ার এক পুরোনো কৌশল। সেই কৌশল কাজে লাগিয়ে পক্ষে বিপক্ষে বরাবরই গুজবের প্রচলন ছিল তৃতীয় বিশ্বের এই দেশটিতে। তবে সময়ের সাথে এই প্রচলন যেন মহামারির রূপ নিচ্ছে। ২০২২ সালে যেখানে রাজনৈতিক বিষয়ে মাত্র ৯২টি গুজব প্রচারের প্রমাণ পেয়েছিল রিউমর স্ক্যানার, ঠিক পরের বছর সে সংখ্যাটা সাড়ে ছয় গুণ বেড়ে ৫৯৭ তে গিয়ে ঠেকলো!

রিউমর স্ক্যানার  তাদের বিজ্ঞপ্তিতে জানায়, ছড়িয়ে পড়া ৫৯৭টি ভুল তথ্যের মধ্যে ৩২০টিই ছিল সংসদ নির্বাচন কেন্দ্রিক। অর্থাৎ, রাজনৈতিক ভুল তথ্যের মোট সংখ্যার ৫৪ শতাংশই নির্বাচন কেন্দ্রিক ছিল।

রাজনৈতিক বিষয়ের বাইরে ২০২৩ এ আন্তর্জাতিক বিষয়ে ৩৫৯টি, খেলার বিষয়ে ২২৩টি, জাতীয় বিষয়ে ১৭১টি, ধর্মীয় বিষয়ে ১৪২টি, শিক্ষা বিষয়ে ১০৭টি, বিনোদন ও সাহিত্য বিষয়ে ৭৯টি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে ৬৫টি, আর্থিক প্রতারণা বিষয়ে ৫৫টি, স্বাস্থ্য বিষয়ে ২৯টি এবং অন্যান্য বিষয়ে ৮৮টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার।

Link copied!