ঢাকা ছাড়ার পর শেখ হাসিনা কোনও বিবৃতি দেননি, যেটা প্রচার হয়েছে সেটা মিথ্যা: জয়

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২৪, ০৪:০০ এএম

ঢাকা ছাড়ার পর শেখ হাসিনা কোনও বিবৃতি দেননি, যেটা প্রচার হয়েছে সেটা মিথ্যা: জয়

সজীব ওয়াজেদ জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত বিবৃতিকে মিথ্যা, বানোয়াট বলে উল্লেখ করেছেন সজীব ওয়াজেদ জয়। বলেছেন, আমার মা (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন মর্মে যে বিবৃতি সংক্রান্ত খবর গতকাল রোববার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে সেটা ঠিক নয়। আমার মা পদত্যাগ সংক্রান্ত বিবৃতি দেননি।

রোববার (১১ আগস্ট) রাত ১১টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই দাবি করেন তিনি।

সজীব ওয়াজেদ উল্লেখ করেন, “আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পর এ পর্যন্ত কোনও বিবৃতি দেননি।”

আরও পড়ুন: শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির নেপথ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট মার্টিন না পাওয়া?

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস, দ্য প্রিন্টসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়েছে গতকার রোববার বলা হয়, ক্ষমতা হারানোর নেপথ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রতিবেদনে এটাও উল্লেখ করা হয়, বঙ্গোপসাগরে সামরিক উপস্থিতি জোরদারের জন্য সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু শেখ হাসিনা সেটা দিতে সম্মতি দেননি। দ্য প্রিন্টের প্রতিবেদনে পরাজয় মেনে নিয়ে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের আবারও দেশে ফেরার বার্তা দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

সরকারি চাকরিতে কোটা বৈষম্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয় ১ জুলাই থেকে। ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবু সাঈদ নিহত হলে এই আন্দোলন তুঙ্গে ওঠে। একপর্যায়ে শিক্ষার্থীদের এই বিক্ষোভ শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে পরিণত হয়। ৪ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা ঘোষণার পরদিন ৫ আগস্ট বঙ্গভবনে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা। এরপর ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারযোগে ভারতের উদ্দেশে রওনা হন আওয়ামী লীগ সভাপতি।

Link copied!