নিরপেক্ষ নির্বাচন হবেই, কোনও সন্দেহ নেই: আমীর খসরু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২৪, ০৩:৪৯ পিএম

নিরপেক্ষ নির্বাচন হবেই, কোনও সন্দেহ নেই: আমীর খসরু

জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠক শেষে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারও কোনও সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, “নিরপেক্ষ নির্বাচন হবেই। এই নিয়ে বাংলাদেশ ও বাইরের কারও মনে কোনও সন্দেহ নেই।”

শুক্রবার (৯ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

বিএনপি
জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

বৈঠক শেষে তাকে প্রশ্ন করা হয়েছিল, কবে নাগাদ নিরপেক্ষ নির্বাচন হবে। সাংবাদিকের এই প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। এর সঙ্গে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়েরও ছিল। বিশেষ করে জাতিসংঘের। বাংলাদেশের ভবিষ্যত কি হবে এটা নিয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজ সবার সেই শঙ্কা কেটে গেছে।”

উল্লেখ্য, জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ হুমা খান উপস্থিত ছিলেন।

Link copied!