এন্ড্রয়েড ব্যবহারকারী কিন্তু এপিকে ফাইল বা এন্ড্রোয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ ফাইল ডাউনলোড সম্পর্কে জানেন না এমন হয়তো খুব কম মানুষই পাওয়া যাবে। এন্ডেয়েড অপারেটিং সিস্টেমের কোন ফোন বা ডিভাইসে যদি কোন অ্যাপ গুগল প্লে স্টোরে বিদ্যমান না থাকে বা এপ্লিকেশনের এমন একটি আপডেট যা আপনার ফোনের মডেলের জন্য এখনো উপযোগী হয়নি কিন্তু আপনি তা এখনই ব্যবহার করতে চান, এধরণের সুবিধার জন্য বিভিন্ন ৩য় পক্ষের ওয়েবসাইট থেকে এপিকে বা এন্ড্রোয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ ফাইল ডাউনলোড করে ইন্সটল করলে সেই অ্যাপটি ফোনে ইনস্টল হয়ে যাবে।
এন্ড্রোয়েড ফোনের ক্ষেত্রে এসব কাজ সহজ হলেও অ্যাপেলের বিভিন্ন পণ্য বিশেষ করে আইফোন কিংবা আইপ্যাড ব্যবহারকারীদের জন্য এ ধরণের কোন সুবিধা ছিল না। এতে যেসব অ্যাপ অ্যাপলের অ্যাপস্টোরে পাওয়া যায়না সেসব অ্যাপের পরিষেবা থেকে গ্রাহকেরা বঞ্চিত থাকেন।
কিন্তু সম্প্রতি আইফোন ১৫ সিরিজ ও নতুন আইপ্যাড আসার পর থেকে অনেকটা বদলে যাচ্ছে অ্যাপলের চিরাচায়িত স্বভাব। এরই মধ্যে সংযুক্ত হয়েছে অন্যতম বড় পরিবর্তন যা হলো লাইটেনিং চার্জিং পোর্টের বদলে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। এখন অ্যাপলের ডিভাইস গুলোতে।
এবার আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর থেকে অ্যাপ ও গেম নামানোর সুযোগ চালু করতে যাচ্ছে অ্যাপল। সবকিছু ঠিক থাকলে বাজারে আসতে যাওয়া ‘আইওএস ১৭.২’ সংস্করণ থেকে এ সুবিধা ব্যবহার করতে পারবেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা।
সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্টে (ডিএমএ) অ্যাপলকে ডিজিটাল বাজারের সাম্যতা নিশ্চিত করতে বেশ কিছু বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনায় অ্যাপলের তৈরি আইফোন ও আইপ্যাডে অ্যাপ স্টোরের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ দিতে বলা হয়েছে। তাই ইউরোপের বাজারে নিষেধাজ্ঞা এড়াতেই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নতুন এই সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল।
প্রযুক্তি বিশ্লেষকেদের মতে, আইওএস ১৭.২ সংস্করণ থেকেই আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা অন্য প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর থেকে নিজেদের পছন্দমতো অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তবে কবে নাগাদ এ সুবিধা চালু করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি প্রতিষ্ঠানটি।
সুত্র: নাইনটুফাইভ ম্যাক