মোবাইলেও ব্যবহার করা যাবে কো-পাইলট

শামস তারেক আজিজ

ডিসেম্বর ২৯, ২০২৩, ০৯:৫৫ পিএম

মোবাইলেও ব্যবহার করা যাবে কো-পাইলট

সংগৃহীত ছবি

সাম্প্রতিককালে কোনোরকম প্রচার-প্রচারণা ছাড়া অনেকটা সাদামাটা ভাবেই মাইক্রোসফট তাদের কৃত্তিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট কো-পাইলটের আন্ড্রয়েড অ্যাপ নিয়ে এসেছে। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে এখন থেকে মোবাইলেও মাইক্রোসফট কো-পাইলট ব্যবহার করতে পারবে গ্রাহকেরা।

বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) আমাদের প্রাত্যহিক জীবনকে সহজ থেকে সহজতর করে তুলছে। আর এই সহজীকরণে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এআই চ্যাটবটগুলো। এআই চ্যাটবট   চ্যাটজিপিট আসার পর থেকেই মানুষ অনেকাংশেই চ্যাটবট নির্ভর হয়ে পড়েছে। চ্যাটবটের এমন প্রতিযোগিতায় মাইক্রোফট তাদের কো-পাইলট চ্যাটবট উন্মোচন করে।

সম্প্রতি মাইক্রোসফট মোবাইল ব্যবহারকারীদের জন্য তাদের কো-পাইলটের এন্ড্রয়েড অ্যাপ নিয়ে এসেছে। এর আগে এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গত জুলাই মাসেই মোবাইল অ্যাপ এনেছিল চ্যাটজিপিটি। কো-পাইলটের অ্যাপ আসার আগে ‘বিং চ্যাট’ অ্যাপের সাহায্যে এই চ্যাটবটটিকে ব্যবহার করতে হতো। অ্যাপটিতে চ্যাটবটটিকে সংযুক্ত করার প্রায় এক মাস পর একটি স্বাধীন অ্যাপ হিসেবে উন্মোচন করলো মাইক্রোসফট।  

কো-পাইলট মোবাইল অ্যাপের মাধ্যমে জিপিটি-৪ (GPT-4) এর চ্যাটবট এবং ডাল-ই ৩ (DALL_E 3) এর সাহায্যে চ্যাট ও ছবি জেনারেট করা যাবে। অপরদিকে চ্যাটজিপিটি এন্ড্রয়েড অ্যাপের সাহায্যে বিনামূল্যে শুধুমাত্র জিপিটি-৩.৫ চ্যাটবট ব্যবহার করা যায়। জিপিটি-৪ ব্যবহার করতে গ্রাহকদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হয় যা কো-পাইলটে বিনামূল্যে করা যায়।

উল্লেখ্য, এন্ড্রয়েড গ্রাহকেরা অ্যাপটি ব্যবহার করতে পারলেও আইওএস ব্যবহারকারীদের জন্য এ ধরণের কোন সুসংবাদ থাকছেনা এখনই।

Link copied!