সেপ্টেম্বর মাস আসলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ট্রল জনপ্রিয় হয়ে ওঠে। তা হল কিডনি বেঁচে আইফোন কেনা। আগে একটি কিডনি বেচার কথা বলা হতো। এখন কয়টি কিডনি বেঁচে আইফোন কেনার মিম বানাবেন মিমার’রা সেটা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন।
সেপ্টেম্বর মাস মানেই অ্যাপেল ভক্তদের কাছে নতুন পণ্য ও আইফোন সিরিজ আসার উৎসবের মাস। তারই ধারাবাহিকতায় গতকাল (১২ সেপ্টেম্বর) আইফোনের নতুন মডেল আইফোন ১৫ সিরিজ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও অ্যাপল ওয়াচ সিরিজ ৯, অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়েছে।
`ওয়ান্ডারলাস্ট` নামক এক অনুষ্ঠানে নতুন এই সিরিজের ৪টি মডেল বাজারে আনার কথা জানিয়েছে তারা।
নতুন এই সিরিজটিতে থাকছে আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স এই চার ধরণের স্মার্টফোন। এই সিরিজের মাধ্যমের অ্যাপেল তাদের পূর্বের লাইটেনিং চার্জিং পোর্টের বদলে প্রথমবারের মতো ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ব্যাবহার করেছে। পূর্বের আইফোন ১৪ সিরিজের শুধুমাত্র প্রো মডেলে ডায়নামিক আইল্যান্ড থাকলেও এই সিরিজে সকল মডেলেই থাকছে এটি। আইফোন ১৫ ও ১৫ প্লাস মডেলে তারা তাদের A16 বায়োনিক চিপসেট ব্যবহার করলেও আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স মডেলে থাকছে নতুন প্রযুক্তির A17 বায়োনিক চিপসেট। এ মডেল দুটিতে তৈরীতে ব্যাবহার করা হয়েছে টাইটেনিয়াম।
ক্যামেরা
আইফোন ১৫ ও ১৫ প্লাসের পেছনে থাকছে দুইটি করে ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরাটিতে থাকছে সেন্সর শিফট ওআইএস। আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলে থাকছে অত্যাধুনিক ৩ টি করে ক্যামেরা। টেলিফটো ক্যামেরা দিয়ে 5x পর্যন্ত জুম করা যাব। ক্যামেরা অ্যাপে নতুন টেলিফটো অপশন যুক্ত করা হয়েছে।
ডিসপ্লে
আইফোন ১৫ ও ১৫ প্রোতে ব্যবহার করা হয়েছে ৬.১ ইঞ্চি এবং আইফোন ১৫ প্লাস ও প্রো ম্যাক্সের ফোনে ব্যাবহার করা হয়েছে ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে।
দাম
৪টি রঙে নতুন এই আইফোন বাজারে আসতে শুরু করবে ২২ সেপ্টেম্বর থেকে। প্রি অর্ডার শুরু হবে ১৫ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ১৫ এর দাম ৭৯৯ ও আইফোন ১৫ প্লাস ৮৯৯ মার্কিন ডলার থেকে শুরু হবে। আইফোন ১৫ প্রো ও ১৫ প্রো ম্যাক্সের দাম শুরু হবে ৯৯৯ ও ১১৯৯ মার্কিন ডলার থেকে।
বাংলাদেশের বাজারে মডেল ভেদে দেড় থেকে দুই লাখ টাকার ভেতর পাওয়া যেতে পারে। তাহলে বলুন দর্শক, কিডনি কি বেচতেই হবে?