উইন্ডোজের সর্বশেষ আপডেটের সাথে প্রথম বারের মতো চ্যাটবট যুক্ত করলো এর নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। কো-পাইলট নামের চ্যাটবটটি এই অপারেটিং সিস্টেমে নতুন সংযোজন করেছে প্রতিষ্ঠানটি।
উইন্ডোজের ‘২৩এইচ২’ নামের নতুন আপডেটে চ্যাটবট- কোপাইলটসহ অন্যান্য ফিচার নতুনভাবে যুক্ত করা হয়েছে। নতুন এই চ্যাটবটে শুধুমাত্র চ্যাটই নয় বরং ভিডিও এডিটিং টুল ক্লিপচ্যাম্প অ্যাপে ভিডিও এডিট করা গুগল কম্পোজ ফিচার, উইন্ডোজ ন্যারেটরের জন্য নতুন নতুন ভাষা, ইন্সট্যান্ট গেমস, স্ক্রিনশট থেকে টেক্সট কপি করার সুবিধা এবং এআই ভিত্তিক মাইক্রোসফট পেইন্ট সহ ইত্যাদি কাজ খুব সহজেই করা যাবে।
চ্যাটবট কো-পাইলট
চ্যাটজিপিটি আসার পর থেকে বিশ্বব্যাপী চ্যাটবটের ব্যবহার হঠাৎ বৃদ্ধি পায়। এরপরই অনেক প্রতিষ্ঠানই তাদের নিজেদের চ্যাটবট নিয়ে আসে। সেই স্রোতে গা ভাসিয়ে নয় বরং নিজেদের শ্রেষ্ঠত্ব বা প্রমাণ করতেই মাইক্রোসফট উইন্ডোজে নিজেদের নিজস্ব চ্যাটবট কো পাইলট নিয়ে আসে।
টেক্সটভিত্তিক এই চ্যাটবটে নির্দেশনা (প্রমট) প্রদানের মাধ্যমে নির্দেশনা দিলে বিভিন্ন ধরণের কন্টেন্টও তৈরি করে দেয়।
চ্যাটজিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের উপর চ্যাটবটটি নির্ভর করে। মানুষের মতো বিভিন্ন ধরনের উত্তর প্রদান করতে পারে এটি।
একটি ব্লগ পোস্টে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য এই আপডেটে ডাউনলোডের প্রক্রিয়া জানিয়েছে মাইক্রোসফট। অ্যাড–অন সফটওয়্যার হিসেবে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলটকে আলাদাভাবে করপোরেট কর্মীদের কাছে বিক্রি করবে প্রতিষ্ঠানটি।