প্রতিযোগিতা বাড়াতে চীনে আইফোন ১৫-এর ওপর অভাবনীয় মূল্যছাড়

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৪, ০৭:১৭ পিএম

প্রতিযোগিতা বাড়াতে চীনে আইফোন ১৫-এর ওপর অভাবনীয় মূল্যছাড়

সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোনের বাজার খ্যাত চীনে প্রতিযোগিতায় টিকে থাকতে নিজেদের স্মার্টফোনের উপর অভাবনীয় মূল্যছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটির চীনা ওয়েবসাইটের তথ্য অনুসারে, তারা তাদের নির্দিষ্ট পণ্যের ওপর ৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে।

চীনা নববর্ষ উপলক্ষে এই মূল্যছাড় চলতি মাসে ১৮ তারিখ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত চলবে।

চীনে তুলনামূলকভাবে পূর্বের মডেলগুলোর তুলনায় গত বছর সেপ্টেম্বরে বাজারে আসা সর্বশেষ আইফোন ১৫ সিরিজের বিক্রিতে মন্দা দেখা গিয়েছে। এর কারণ হিসেবে দায়ী করা হয়ে থাকে চীনের নিজস্ব কিছু স্মার্টফোন ব্র্যান্ড যেমন; হুয়াওয়ে এবং শাওমির উত্থানকে। 

এসব প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনগুলো আকর্ষণীয় মূল্যে বিক্রি করতে থাকে। বিগত দিনগুলোতে নিরাপত্তার ইস্যুতে চীনের নানা সরকারি দপ্তরে আইফোন নিষিদ্ধ করাকে আইফোনের বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে দায়ী করছেন অনেকেই।  

চীনে প্রতিষ্ঠানটির পূর্বের বছরগুলোর তুলনায় ২০২৪ সালের প্রথম সপ্তাহের বিক্রি অন্তত ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। আর এই কারণেই আইফোনের সর্বশেষ মডেলের দামে অবশেষে পরিবর্তন করতে হয়েছে অ্যাপলকে। যা পূর্বে কখনোই করতে হয়নি।

দেশটিতে বছরের প্রারম্ভ থেকেই পিনডোওডোও’র মতো স্থানীয় অনলাইন শপিং প্লাটফর্মগুলো আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্রো এর ওপর সর্বোচ্চ ১৬ শতাংশের মতো মূল্যছাড় দিয়ে আসছে।

বিশেষজ্ঞেরা মনে করছেন, বিশ্বব্যাপী নিজেদের বিক্রি বাড়াতে অ্যাপলের মতো বৃহৎ প্রতিষ্ঠান নানা ধরনের চাপে রয়েছে এবং চীনে সেই প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠেছে।  

Link copied!