বাংলাদেশে বসেই অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৩, ০২:২৫ পিএম

বাংলাদেশে বসেই অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটি

সংগৃহীত ছবি

বাংলাদেশে বসবাসকারী যে কেউ এখন থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন। এছাড়া আইফোন ব্যবহারকারীদের আইওএস-এ অফিশিয়াল চ্যাটজিপিটি অ্যাপটি পাওয়া যাচ্ছে।

যেসব ব্যবহারকারী এতদিন কম্পিউটার কিংবা ওয়েবে ব্যবহার করেছেন, তারা একই অ্যাকাউন্ট দিয়ে মোবাইল অ্যাপেও চালু করতে পারবেন। ফলে চ্যাটজিপিটির সাথে অতীতের সব কথোপকথনও অ্যাপের মধ্যে পাওয়া যাবে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও চালু হয়েছে ওপেনএআই-এর আলোচিত এ সেবাটি। এ চারটি দেশের বাইরে অন্য কোনো দেশ থেকে অ্যাপটি ব্যবহার করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে প্রি-অর্ডার করতে হবে। 

শীঘ্রই আরও কয়েকটি দেশে এই সেবা চালু করবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। 

২০২২ সালের নভেম্বরে চালু হওয়া কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটজিপিটি কম্পিউটার বা ওয়েবের মতোই অ্যান্ড্রয়েডেও সব প্রশ্নের জবাব দিবে তবে এর জন্য আলাদা ইন্টারফেস ডিজাইন করা হয়েছে।

Link copied!