সঠিক থাম্বনেইল দেবে ইউটিউব

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৫, ২০২৩, ০১:০০ এএম

সঠিক থাম্বনেইল দেবে ইউটিউব

সংগৃহীত ছবি

আকর্ষণীয় থাম্বনেইল ভিডিওর রিচ বাড়াতে অনেক বেশি সাহায্য করে। ইউটিউবে পোস্ট করা ভিডিও’র ‘সঠিক’ থাম্বনেইলের অভাবে অনেকেই ভিডিওতে ক্লিক করে না। ইউটিউবারদের সঠিক থাম্বনেইলের টেনশন থেকে মুক্তি দিচ্ছে এবার ইউটিউব।

‘টেস্ট অ্যান্ড কম্পেয়ার’ নামে একটি ফিচারের মাধ্যমে ইউটিউব থাম্বনেইল বাছাইয়ের পরীক্ষা করেছে। এই পরীক্ষায় ক্রিয়েটরকে তিনটি থাম্বনেইল দিত এবং এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো কাজ করে সেটি দেখত ইউটিউব।

সম্প্রতি একটি ভিডিও ঘোষণায় ইউটিউব জানায়, তারা সম্প্রতি অল্প কয়েকশ ক্রিয়েটারদের নিয়ে একটি পরীক্ষা চালাচ্ছে। আর এর বেটা সংস্করণ আগামী মাসে কয়েক হাজারের উপর চালিয়ে তা ২০২৪ সালে তা বড় আকারে চালু করবে।

প্রতিষ্ঠানটি জানায়, এ/বি টেস্টিং নামে ফাংশনালিটিটি ব্যবহারকারীদের সবচেয়ে বেশি চাওয়া অনুরোধের একটি। বলা যেতে পারে থাম্বনেইল একটি ভিডিওর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। বছরখানেক আগে থেকেই ব্যবহারকারীদের ওপর ইউটিউব থাম্বনেইলের এ/বি পরীক্ষা চালিয়েছে অ্যাডভার্টাইজাররা। 

Link copied!