ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

শোবিজ ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২৪, ১২:৫১ এএম

ভারতের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা

রেজওয়ানা চৌধুরী বন্যা। সংগৃহীত ছবি

ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শিল্পে অবদানের জন্য তিনি পেতে যাচ্ছেন এ সম্মাননা।

বৃহস্পতিবার রাতে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ জানানো হয়। শিল্প থেকে বিজ্ঞান, সমাজ সেবা সহ বিভিন্ন কাজের জন্য এই পুরস্কার পাচ্ছেন গুণীজনরা।

ভারতের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এই পুরস্কারের তালিকা ঘোষণা করা হলো। এ তালিকায় ২৬তম স্থানে রয়েছেন বাংলাদেশের এই জনপ্রিয় শিল্পী।

পদ্মশ্রী পুরস্কার

দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন-এর পর অন্যতম সম্মান হল পদ্ম পুরস্কার। এই পুরস্কার তিনটি বিভাগে দেওয়া হয়- পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার শুরু করেছিল। ১৯৫৫ সালে এর তিনটি ভাগ হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়।

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন যারা
এবার পশ্চিমবঙ্গের তরফে ৮ জন শিল্পী পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন, তাঁর মধ্যে রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, যাঁর গান ভারতেও বেশ জনপ্রিয়। 

এছাড়া রতন কাহারও পাচ্ছে লোকসঙ্গীতে তাঁর অবদানের জন্য এই পুরস্কার। 

তালিকায় নাম আছে জনপ্রিয় শিল্পী সনাতন রুদ্র পালের। তাঁর হাতের তৈরি প্রতিমা জগৎ বিখ্যাত। 

তন্দিরা বেগম এবং গীতা রায় বর্মণও এবার তাঁদের শিল্পের জন্য এই বিশেষ পুরস্কারে সম্মানিত হতে চলেছেন। 

বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এই পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দুজন, এঁরা হলেন নারায়ন চক্রবর্তী এবং একলব্য শর্মা। 

পুরুলিয়ার দুখু মাঝিও এই পুরস্কার পাচ্ছেন তাঁর সামাজিক কাজের জন্য। আজীবন ধরে তিনি পুরুলিয়াকে সবুজ করে তোলার চেষ্টা করেছেন, গাছ লাগিয়েছেন। সেই জন্যই তিনি এই পুরস্কার পাচ্ছেন।

Link copied!