আবারও ঢাকায় আসছেন সব্যসাচী

বিনোদন প্রতিবেদক

ডিসেম্বর ২০, ২০২২, ০১:৫৫ পিএম

আবারও ঢাকায় আসছেন সব্যসাচী

১৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই উৎসবে অংশ নেবেন ভারতের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিওতে তিনি ফিল্ম ফেস্টে অংশ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন পাকিস্তানের একটি উড়োজাহাজ। সেই ঘটনা নিয়ে ফাখরুল আরেফিন খান বানিয়েছেন চলচ্চিত্র ‘জেকে-১৯৭১’। ছবিটি এই উৎসবে দেখানো হবে। সেই সুবাদে ছবিটির অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আসবেন উৎসবে।

তিনি পশ্চিমবঙ্গের ছোটপর্দা এবং বড়পর্দার জগতে এক অতি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সব্যসাচীর সব থেকে উল্লেখযোগ্য চিত্রায়ন সত্যজিৎ রায়ের ফেলুদা। সন্দীপ রায়ের বাক্স রহস্য টেলিফিল্ম এবং ফেলুদার উপর টেলিফিল্ম সিরিজে অভিনয় করার পর তিনি ফেলুদার ভূমিকায় বোম্বাইয়ের বোম্বেটে সিনেমায় অভিনয় করেন।

এছাড়াও টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র আসবেন নিজের পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘এবং ছাদ’ নিয়ে। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা, পরিচালনাও করেছেন তিনি।  ‘হঠাৎ বৃষ্টি’খ্যাত অভিনেত্রী শ্রীলেখা ফেসবুকে নিজেই খবরটি জানিয়ে লিখেছেন, ‘কলকাতা ফিল্ম ফেস্টিভালে স্থান পায়নি আমার ছবি, ঢাকায় পেয়েছে। যাই হোক, বিচক্ষণ আপনারা, বাকিটা বুঝে নেবেন।’

এ ছাড়া আরো কয়েকজন বিদেশি অংশ নেবেন উৎসবে।

রেইনবো ফিল্ম সোসাইটি একটি ইতিবাচক চলচ্চিত্র সংস্কৃতি গঠনের জন্য ১৯৯২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। ডিআইএফএফ হল বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের মূলধারার অধঃপতন, অশ্লীলতা এবং সস্তা বাণিজ্যিকতার বিরুদ্ধে প্রতিরোধের একটি সাহসী অভিব্যক্তি।

ডিআইএফএফ এইবার ৭০টি দেশের ২৫৪টি চলচ্চিত্র প্রদর্শন করবে। সমস্ত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটোরিয়াম, অ্যালায়েন্স ফ্রাঙ্কাইজ এবং স্টার সিনেপ্লেক্সে।

Link copied!