দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৮, ২০২৪, ০৮:১৯ পিএম

দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর

সচিবালয়ে পরিবেশমন্ত্রী। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দেশের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

রোববার (২৮ এপ্রিল) সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে ৪১তম বিসিএস বন ক্যাডারে নতুন যোগ দেওয়া ৩৪ জন সহকারী বন সংরক্ষকদের ওরিয়েন্টেশন সভায় এ কথা বলেন তিনি। একই সময় বন ও বনভূমি রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতেও বন কর্মকর্তাদের আহ্বান জানান এই মন্ত্রী।

পরিবেশমন্ত্রী আরও বলেন, ‘জীববৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও সুরক্ষা নিশ্চিত করা বন বিভাগের কর্মকর্তাদের সাংবিধানিক দায়িত্ব।’

সচিবালয়ে পরিবেশমন্ত্রী। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

এ সময় নতুন যোগ দেওয়া সহকারী বন সংরক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী। সেই সঙ্গে পেশাগত জ্ঞান বৃদ্ধির জন্য বন সংশ্লিষ্ট আইন ও বিধিবিধানের বই তাদের হাতে তুলে দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন ও বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভা পরিচালনা করেন উপ-সচিব বন আবু নইম মোহাম্মদ মারুফ খান।

Link copied!