জায়েদ খানের ডিগবাজি নিয়ে প্রতিযোগিতা, বিজয়ী পেলেন মুঠোফোন

শোবিজ ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৪, ০৩:৪৮ এএম

জায়েদ খানের ডিগবাজি নিয়ে প্রতিযোগিতা, বিজয়ী পেলেন মুঠোফোন

জায়েদ খান। ফাইল ছবি

ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান। নানা সময় নানা কারণে সংবাদের শিরোনামে আসেন এই অভিনেতা। গেল বছর একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে স্টেপ ভুলে যান তিনি। আর সেটি পূরণ করেন একটি ডিগবাজি দিয়ে। এরপর থেকেই নেটদুনিয়ায় ভাইরাল জায়েদ খানের ডিগবাজি।

এবার জায়েদ খানের এলাকার মানুষই সেই ডিগবাজি নিয়ে আয়োজন করল প্রতিযোগিতার অনুষ্ঠান। অভিনেতার গ্রামের বাড়ি পিরোজপুরে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিজয়ীকে একটি মোবাইল ফোন পুরস্কার দেয়া হয়েছে। আর সেই ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

জায়েদ খানেরও নজরে এসেছে সেই ভিডিওটি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাকে আমার এলাকার মানুষ ভীষণ ভালোবাসেন। আমার ডিগবাজির খবর তাদের কাছে পৌঁছে গেছে। এ কারণেই তারা ডিগবাজির এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এতে তারা সম্মানিত করেছে আমাকে। আমিও তাদের প্রতি কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, এবার ঈদে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা মুক্তি পেয়েছে। এতে তিনি ছাড়াও আরও অভিনয় করেছেন চিত্রনায়ক ওমর সানী, চিত্রনায়িকা মৌসুমী, স্নিগ্ধা, শবনম পারভীন, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।

Link copied!