হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা হরর মুভির পুরস্কার জিতল নুহাশের 'মশারি'

বিনোদন প্রতিবেদক

আগস্ট ২১, ২০২২, ১০:১৬ পিএম

হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা হরর মুভির পুরস্কার জিতল নুহাশের 'মশারি'

পৃথিবী ধ্বংসের শেষ প্রান্তে, এক রক্তপিপাসু পোকার আক্রমণে জনশূন্য হয়ে যাচ্ছে গোটা পৃথিবী। তবে বেঁচে আছেন দু'জন মানুষ। তারা সম্পর্কে বোন। এই দুই বোনের বেঁচে থাকার জন্য একমাত্র উপায় হতে পারে 'মশারি'।  এমনই ভৌতিক গল্পের সিরিজের নির্মাতা তরুণ পরিচালক নুহাশ হুমায়ূন। স্বল্প দৈর্ঘ্যের এই সিনেমাটি এর আগে ও একের পর এক পুরস্কার পেয়ে বেশ প্রশংসিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এবার যুক্তরাষ্ট্রের অস্কারে যোগ্যতা অর্জনকারী হোলিশটস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা হরর মুভি হিসেবে পুরস্কার জিতেছে।

শুধু তাই নয়, 'মশারি' সিনেমাটিকে সেরা আটটি ফিল্মের একটি হিসেবেও সম্মানিত করা হয়েছে। এমন সম্মাননায় যুক্তরাষ্ট্র থেকে উচ্ছ্বাস প্রকাশ করেন নুহাশ। ভক্তদের সাথে ভাগ করে নেন তাঁর আনন্দের খবর। পুরস্কার হাতে একটি ছবি দিয়ে তিনি লিখেন, অস্কার কোয়ালিফাইং চলচ্চিত্র উৎসব হলিশর্টস ফিল্ম ফেস্টিভ্যালে মশারি শ্রেষ্ঠ ভৌতিক ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। পুরো প্রতিযোগিতায় শ্রেষ্ঠ আট চলচ্চিত্রে স্থান করে নিয়েছে।’



যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ১১ আগস্ট থেকে শুরু হওয়া হোলিশটস ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিন ছিলো গতকাল। সেখানে পুরস্কার প্রাপ্ত ছবিগুলোর নাম ঘোষণা হয়। সেখানে জায়গা করে নেন মশারি। এর আগে ও ‘অস্কার কোয়ালিফাইং’ চলচ্চিত্র উৎসব ‘আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যালে’ ন্যারেটিভ শর্ট বিভাগে গ্র্যান্ড জুরি পুরস্কার জেতে ‘মশারি’। গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বুচেন আন্তর্জাতিক ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভালেও ‘মশারি’ পুরস্কৃত হয়। এ উৎসবে জুরি পুরস্কার ‘বুচেন চয়েস’ জেতে ‘মশারি’। এছাড়া ‘সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসব’-এ স্বল্পদৈঘ্য এ চলচ্চিত্রটি পুরস্কৃত হয়েছে।



২২ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করছেন  'ন ডরাই'-খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল। এছাড়া মশারির মাধ্যমে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাতনি নাইরা অনোরা সাইফের অভিষেক হয়েছে। তিনি শীলা আহমেদের মেয়ে। 'মশারি' সিনেমার এই অর্জনে খুশি অভিনয়শিল্পীরাও।

Link copied!