বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির পক্ষে যা বললেন ওবায়দুল কাদের

বিনোদন প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৩, ০২:৫২ পিএম

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির পক্ষে যা বললেন ওবায়দুল কাদের

বলিউড সুপারস্টার শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’ মুক্তি পেয়েছে গত বুধবার। পাঠান জ্বরে শুধু ভারত নয় কাপছে গোটা বিশ্ব। ভারত ছাড়াও ১০০ টির বেশি দেশে মুক্তি পেয়েছে পাঠান।বাংলাদেশেও পাঠান মুক্তির কথা ছিল কিন্তু তথ্য মন্ত্রনালয় এই ব্যাপারে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।

তবে দেশে পাঠান মুক্তি দেওয়ার পক্ষে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। অবশ্য এর জন্য ১০ শতাংশ লভ্যাংশ দাবি করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বিষয়ে গণমাধ্যমকে বলেছিলেন,  “সংশ্লিষ্টদের কাছে একটি লিখিত প্রস্তাবও দিয়েছিলাম, বলিউডের যে ছবিটা মুক্তির পর এদেশে লাভ হবে সেখানকার ১০ পার্সেন্ট শিল্পী সমিতিতে দেবে। সমিতিতে দিলে আমাদের ফান্ড বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্যই ব্যয় করা হবে। এখনও এই প্রস্তাবের ফিডব্যাক আসেনি।”

কিছুদিন আগে বলিউডের ছবি বাংলাদেশে আমদানির পক্ষে সম্মতি দিয়েছে উল্লেখ করে শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনও বলেন, “ছবির সংখ্যা যেহেতু আমরা বাড়াতে পারিনি, তাই প্রস্তাব আছে সিনেমা হলগুলো বাঁচাতে কিছু ছবি যদি বাইরে থেকে আসে তাহলে এটা বেনিফিট হতে পারে। সরকার সবকিছু করে দেবে না। আমাদের চলচ্চিত্র নিয়ে আমাদেরকেই ভাবতে হবে। আমরা যদি একযোগে যাই এবং একসুরে কথা বলি তাহলে হয়তো সরকার কিছু করবে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অবশ্য বাংলাদেশে “পাঠান” সিনেমা মুক্তি দেওয়ার পক্ষে। সম্প্রতি এক অনুষ্ঠানে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “আমার মনে হয় এটা (বাংলাদেশে ‘পাঠান' সিনেমা মুক্তি) ভালো, দেওয়া-নেওয়া ভালো। বিনিময়ের মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ হবে।”

ওই অনুষ্ঠানে ওবায়দুল কাদের আরও বলেন,“বাংলা সিনেমা একসময় দেখতাম। আমাদের দেশের ‘সুতরাং' পর্যন্ত দেখেছি। আমি উত্তম-সুচিত্রার ছবি বেশি দেখতাম। আমার মনে হয়, তারা বাংলা সিনেমার সেরা অভিনয়শিল্পী। বাংলাদেশের রহমান-শবনম জুটিটা ভালো ছিল, তাদের সিনেমা দেখেছি। রহমানকে অনেকে চেনেও না, শবনম এখনও বেঁচে আছেন। সাংঘাতিক হিট নায়িকা ছিলেন। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিমের ছবি মাঝেমধ্যে দেখা হতো।”

প্রসঙ্গত, ভারতীয় হিন্দি ভাষার স্পাই-থ্রিলার চলচ্চিত্র ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই ৫২ কোটি ৫০ লাখ টাকা উপার্জন করেছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন মুখ্য ভূমিকায় রয়েছেন পাঠানে। ননহলিডে’তে  মুক্তি দিয়েও ‘পাঠান’ বক্স অফিসে প্রথম দিনে তুলনামূলকভাবে ভালো পারফর্ম করছে।

Link copied!