এবার করোনায় আক্রান্ত আকবর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২১, ১১:৫৬ পিএম

এবার করোনায় আক্রান্ত আকবর

জাতীয় ক্রিকেট লিগে বেশ ভালোভাবেই হানা দিয়েছে। একের পর আক্রান্ত হচ্ছেন ক্রিকেটাররা। সন্ধ্যায় আশরাফুলের আক্রান্তের কিছুক্ষণ পরের আকবর আলীর আক্রান্তের খবর আসে। 

আকবর খেলছেন রংপুর বিভাগের হয়ে। তিনিসহ ওই বিভাগের তিনজন ক্রিকেটার আক্রান্ত হয়েছেন। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি।  জাতীয় ক্রিকেট লিগ শুরুর প্রথম দিন থেকেই কর এরাসে আক্রান্ত হয়েছিলেন ক্রিকেটার সহ খেলার সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিরা।  এর আগে দ্য রিপোর্টকে করোনা পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছেন মোহাম্মদ আশরাফুল নিজেই। ২৫ ম্যাচ শেষে করোনা টেস্ট করালে পজিটিভ আসে আশরাফুলের।

জাতীয় লিগে আশরাফুল খেলছেন বরিশাল বলেন বিভাগের হয়ে। প্রথম রাউন্ডের খেলায় প্রথম ইনিংসে রান পেয়েছিলনে তিনি। তার ব্যাট থেকে আসে ৪৮ রান। দ্বিতীয় ইনিংসে আসে ১ রান।

আকবরের হাত ধরে বাংলাদেশ যুব বিশ্বকাপ জয় করেছিল। আকবর ছিলেন সে দলের অধিনায়ক। 

Link copied!