রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ হবে: উপদেষ্টা আসিফ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৫, ০৬:৪০ পিএম

রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ হবে: উপদেষ্টা আসিফ

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেট রয়েছে তা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আজকালের মধ্যেই দেখবেন গেটটি বন্ধ হয়ে গেছে। গেট সংলগ্ন যেসব দোকানপাট আছে সেগুলোও স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে।

বুধবার, ১৪ মে বিকেলে সাংবাদিকদের এই তথ্য জানান আসিফ মাহমুদ।

তিনি বলেন, গেট স্থায়ীভাবে বন্ধ ও দোকানপাট উচ্ছেদের পর এটি মনিটর করার জন্য একটি কমিটি করা হবে। গণপূর্ত মন্ত্রণালয় এটির দেখভাল করবে।  

উপদেষ্টা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে রেইড (অভিযান) শুরু হবে। যেহেতু মাদকের বিষয় আছে, নারকোটিকস থাকবে। ডিএমপি, সিটি করপোরেশন থাকবে। এই রেইডগুলো নিয়মিতভাবে একটা সময় পরপর হবে।

আসিফ মাহমুদ বলেন, ‘উদ্যানে পর্যাপ্ত পরিমাণে লাইট লাগানো হবে। কোনো ব্লাঙ্কস্পট থাকবে না। পাশাপাশি দ্রুত সেখানে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। ক্যামেরাগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পর্যবেক্ষণ করবে। উদ্যানের জন্য একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন করা হবে।’

সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মতো করে গড়ে তোলার একটা পরিকল্পনা করা হয়েছে বলেও জানান এই উপদেষ্টা। তিনি বলেন, ‘উদ্যানে যাতে করে আর কোনো ধরনের অপরাধ না হয় সেই বিষয়ে সরকার সচেষ্ট থাকবে।’

Link copied!