সাজ নিয়ে কান উৎসবে কটাক্ষের শিকার উর্বশী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৫, ০৬:৪৯ পিএম

সাজ নিয়ে কান উৎসবে কটাক্ষের শিকার উর্বশী

ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক আসর ‘কান চলচ্চিত্র উৎসবে’ প্রতিবারই পেখম মেলেন বলিউড তারকা উর্বশী রাউতেলা। আবেদনময়ী লুকে রূপের দ্যুতিতে চমক দেখান রেড কার্পেটে। প্রতিবারই তাকে নিয়ে হয় আলোচনা। কখনো সেটা ইতিবাচক কখনও নেতিবাচক।

মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী দিনেও দেখা গেল উর্বশীকে। চোখে নীল রঙের আইশ্যাডো। হেয়ার স্টাইলের কায়দাও আলাদা। সেই সঙ্গে ক্রিস্টালের হেয়ারব্যান্ড। অফ শোল্ডার গাউন। তাতে নানা রঙের মিলমিশ। কানে ছিল মানানসই দুল।   

অনেকে বলেন ফ্রান্স ফ্যাশনের শহর। সেদেশে গিয়ে নিজেকে একটু অন্য ভাবেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেন তিনি। কিন্তু সেই চেষ্টার ফল হলো তিক্ত। রেড কার্পেটে হাঁটার সময় অভিনেত্রীর হাতে ছিল প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্লাচ। তবে তার এই সাজ মনে ধরেনি অনুরাগীদের।

উর্বশীর এই ছবি সামাজিকমাধ্যমে পোস্ট হতেই আসে একের পর এক সমালোচনা। অনেকে বলছেন- এ যুগে এসেও উল্টোপথে হাঁটলে কী হয়! অভিনেত্রীর অতিরিক্ত রূপসজ্জার সমালোচনা করেন অনেকে। আবার কেউ কেউ তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে বিদ্রুপ করেন। পোস্টের মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘জঘন্য সাজ।’ অন্য একজন লিখেছেন, ‘উর্বশীকে এড়িয়ে যাওয়া ভালো হবে।’

তবে এবারই প্রথম নয়, এর আগে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে গলায় ‘টিকটিকি’ জড়িয়ে কটাক্ষের মুখে পড়েছিলন বলিউড অভিনেত্রী উর্বশী।  

১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দে ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। আসর চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব, যেখানে বিশ্বের খ্যাতিমান অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটবেন।

এ আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

Link copied!