সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৬৬ রান

স্পোর্টস ডেস্ক

মার্চ ৬, ২০২৪, ০৭:৪১ পিএম

সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ১৬৬ রান

শ্রীলংকার আরও একটি উইকেট শিকারের পর ছবি : বিসিবি

সিলেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলংকা। আগের ম্যাচটি সফরকারীরা ৩ রানে জিতেছে। 

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। এই ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে সিরিজ বাঁচাতে। টানা ২ ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর দুইবারই তিনি ফিল্ডিং আগে নিয়েছেন। বাংলাদেশের অধিনায়ক ভেবেছেন পরে ব্যাট করলে সুবিধা। 

শ্রীলংকা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান তুলেছে। কুশল মেন্ডিস ৩৬, কামিন্ডু ৩৭, আশালাঙ্কা ২৮ ও ম্যাথুস ৩২ রান করেছেন।

তাসকিন, মাহেদী, মোস্তাফিজ ও সৌম্য ১টি করে উইকেট নেন। শরিফুল অবশ্য ভাল বল করেছেন । ৪ ওভারে ২০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। 

শ্রীলংকা প্রথম ম্যাচটি জিতে ১-০ তে এগিয়ে রয়েছে সিরিজে। 

Link copied!