ভারতের সঙ্গে বাংলাদেশ খেললেই বাড়তি উত্তেজনা কাজ করে। সর্বশেষ বাংলাদেশ সফরে ভারতের নারী ক্রিকেটাররা বেশ রাগ ক্ষোভ দেখান আম্পারিং নিয়ে। সিলেটে ২৮ এপ্রিল (রবিবার) প্রথম টি টোয়েন্টি ম্যাচে নিগার সুলতানা জ্যোতি ও হারমানপ্রিত করের ভারত মুখোমুখি হচ্ছে।
বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলাটি শুরু হবে। আর সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
৫ ম্যাচের সিরিজ। আর সবকটি ম্যাচ সিলেটেই অনুষ্ঠিত হবে। শুরুটা ভাল করতে চাইবে তারা। এর আগে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো ভারতীয় নারীরা। সিরিজে একটি ম্যাচ জিতেছিলো বাংলাদেশ। যা ছিল বাংলাদেশী নারীদের এই ফরম্যাটে ভারতের বিপক্ষে দ্বিতীয় জয় ।
টি-টোয়েন্টির পর তিন ওয়ানডের তৃতীয় ম্যাচটি নাটকীয়ভাবে টাই করে ভারতের সাথে ১-১ সমতায় সিরিজ শেষ করেছিলো বাংলাদেশ। সব মিলিয়ে ১৩ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। এরমধ্যে ভারতের জয় ১১টিতে।