সিলেটে বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টি টোয়েন্টি

বাংলাদেশের টার্গেট ২০৭ রান

স্পোর্টস ডেস্ক

মার্চ ৪, ২০২৪, ০৭:৪৬ পিএম

বাংলাদেশের টার্গেট ২০৭ রান

সিলেটে বিশাল রানের টার্গেট দিয়েছে শ্রীলংকা। প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং নেয়। শ্রীলংকা আগে ব্যাট করে ৩ উইকেটে ২০৬ রান সংগ্রহ করে। 

সাদিরা সামারাবিক্রমা ৪৮ বলে ৬১ ও চরিথ আশালাঙ্কা ২১ বলে ৪৪ রান করেন। কুশল মেন্ডিস ৩৬ বলে ৫৯ রান করে আউট হন। 

কুশল মেন্ডিস ৩৬ বলে ৫৯ রান করেন। মোস্তাফিজ ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। শরিফুল ৪৭ রানে ১ উইকেট নেন। 

তাসকিনের পরিস্থিতি আরও খারাপ। তিনি ৪ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট নেন। সিরিজের প্রথম ম্যাচের একাদশে রাখা হয়েছে স্পিনার আলিস আল ইসলামের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া জাকের আলিকে। এর আগে ৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাকের। তবে সেগুলো  ছিল এশিয়ান গেমসে।
সব মিলিয়ে এখন পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশের জিতেছে ৪টিতে এবং শ্রীলংকার জয় পায় ৯ ম্যাচে।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলি।
শ্রীলংকা একাদশ : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মহিশ থিকশানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, মাথিশা পাতিরানা।

 

Link copied!