বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্ট

শুরু ও শেষে দুরকম বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

মার্চ ২২, ২০২৪, ০৭:৫৩ পিএম

শুরু ও শেষে দুরকম বাংলাদেশের

কামিন্ডু মেন্ডিস ও ধনঞ্জয় ডি সিলভা সেঞ্চুরি করেন ছবি : শ্রীলংকা ক্রিকেট

টেস্ট ম্যাচের রূপ সেশনে সেশনে বদলায়। বাংলাদেশ সিলেটের শুরুটা ভাল করেছিল। কিন্তু প্রথম টেস্টের প্রথম দিন শেষে অস্বস্তিতে রয়েছে টাইগাররা। 

শ্রীলংকা প্রথম ইনিংসে ২৮০ রানে থেমেছে। বাংলাদেশ ৩২ রানে ৩ উইকেট হারিয়ে দিন শেষ করেছে। টাইগাররা এখন ২৪৮ রানে পিছিয়ে। 

তাইজুল (০) ও মাহমুদুল হাসান জয় (৯) দিনশেষে অপরাজিত ছিলেন। শনিবার টেস্টের দ্বিতীয় দিনে কঠিন পরীক্ষা। 

বাংলাদেশ শ্রীলংকার ৫ উইকেট ফেলে দিয়েছিল ৫৭ রানে। কামিন্ডু মেন্ডিস (১০২) ও ধনঞ্জয় ডি সিলভা (১০২) শতরান করে শ্রীলংকাকে লড়াই করার মত পুঁজি এনে দেন। 

খালেদ ও নাহিদ রানা সমান ৩ উইকেট করে পেয়েছেন। 

বাংলাদেশ ব্যাট করতে নেমে বিপদে রয়েছে। জাকির (৯), মুমিনুল (৫) ও শান্ত (৫) হতাশ করেছেন। ৩১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ দিন শেষ করার আগে। 

Link copied!