অক্টোবর ৯, ২০২৩, ০১:৪৭ এএম
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে কানাডা। গতকাল হ্যামিল্টনে অনুষ্ঠিত রাউন্ড রবিন কোয়ালিফাইং রাউন্ডে বারমুডাকে ৩৯ রানে হারিয়ে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে উত্তর আমেরিকার দেশটি।
বিশ্বকাপ বাছাই পর্বে আমেরিকা অঞ্চলের ঐ ম্যাচে জয়ের সুবাদে বারমুডার সমান পয়েন্ট সংগ্রহ করেছিল কানাডা। কিন্তু রান রেটে এগিয়ে থেকে বিশ্বকাপে স্থান করে নেয় কানাডা।
চার দলের অংশগ্রহনে রাউন্ড রবিন পর্বে অংশ নেয়া বাকী দুটি দল হচ্ছে পানামা ও কেম্যান দ্বীপপুঞ্জ।