নভেম্বর ২৫, ২০২৪, ১২:২৩ পিএম
‘বিনা সুদে, বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা’ পাওয়া যাবে, এমন আশায় সারাদেশ থেকে রাজধানীর শাহবাগে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে রাত থেকে।
গ্রাম থেকে আসা এসব লোককে টাকার প্রলোভণ দেখিয়ে ঢাকায় এনে সমাবেশের চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ উঠেছে ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি সংগঠনের বিরুদ্ধে।
রোববার, ২৪ নভেম্বর দিবাগত রাত ১টার পর থেকেই সারাদেশ থেকে বাস, পিক-আপ ও মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ মানুষ। তবে পুলিশ ও শিক্ষার্থীরা তাদের বুঝিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে।
জানা যায়, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামের সংগঠনটি সারাদেশের খেটে খাওয়া গরিব মানুষগুলোকে টার্গেট করে বিদেশে পাচার হওয়া টাকা ফেরত এনে সেগুলো বিনা সুদে ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি এক হাজার করে টাকাও হাতিয়ে নেয় তারা।
‘লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো’ এই শিরোনামে সংগঠনের একটি লিফলেট পাওয়া গেছে। এখানে বলা হয়েছে, “অবৈধ অর্থ উদ্ধার ও গণোমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা” শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে ২৫ নভেম্বর ২০২৪ সোমবার সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে “অবস্থান কর্মসূচি” পালন করা মহবে।
এই লিফলেট থেকে দেশের কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে বিনা সুদে, বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য থেকে নিজেকে মুক্ত করতে।
সমাবেশে আসা অধিকাংশ লোকজনেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছে। তাদের বেশিরভাগই জানে না এখানে কি হবে। শুধু জানে শাহবাগে আসলে টাকা পাওয়া যাবে।
‘অহিংস গণভ্যুত্থান বাংলাদেশ’ নামের একটি পোস্টার দেখা যায়, সেখানে সংগঠনের আহ্বায়ক হিসেবে আ.ব.ম মোস্তফা আমীন-এর নাম দেখা যায়।