নভেম্বর ২৬, ২০২৪, ১০:১১ পিএম
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনার তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
আবুল কালাম আজাদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দেশের জনগণকে অপ্রীতিকর কর্মকাণ্ডে অংশ না নিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চট্টগ্রামসহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করারও নির্দেশ দিয়েছেন তিনি।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে সাইফুল ইসলাম আলিফ নামের ওই আইনজীবী নিহত হন।
নিহত আলিফ (৩৫) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতের নিচতলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে পার্শ্ববর্তী জঙ্গল সিনেমা লেনে নিয়ে গিয়ে মারধরের পর কুপিয়ে হত্যা করে।