সরাসরি খেলা দেখার আনন্দ উপভোগের জন্য আর মাঠে না গেলেও চলবে, মাঠ আপনার ঘরে এসে উপস্থিত হবে। ফুটবল অনুরাগীদের জন্য এমন একটি সুখবর দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
“ইনফিনিট সান্তিয়াগো বার্নাব্যু”-নামের একটি মেগা-প্রকল্প হাতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রকল্পটি চালু করার জন্য ক্লাবের পক্ষ থেকে প্রযুক্তি-জগতের জায়ান্ট কোম্পানি অ্যাপলের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে বলে জানিয়েছেন পেরেজ।
“ইনফিনিট সান্তিয়াগো বার্নাব্যু”-প্রকল্পে ভার্চ্যুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তির মাধ্যমে ফুটবল অনুরাগীরা তাদের প্রিয় খেলোতার ও প্রিয় ক্লাবের যে-কোন খেলা ঘরে বসেই উপভোগ করতে পারবে। এটি দর্শককে এমন মাঠের দর্শকভর্তি গ্যালারিতে বসে খেলা দেখার অনুভূতি এনে দেবে।
ফুটবলপ্রেমী দর্শকরা প্রায়ই প্রিয় ক্লাবের খেলা দেখার টিকেট পান না বলেই এরকম একটি বিকল্প পরিকল্পনা করেছেন ক্লাব কর্তৃপক্ষ। টিকেটের চাহিদা পূরণে এটি কার্যক্র ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সম্প্রতি রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, ‘পর্যাপ্ত টিকেটের অভাব একটি বড় সঙ্কট। সবাই সান্তিয়াগো বার্নাব্যুতে এসে খেলা দেখতে চায়। এজন্যই আমরা অ্যাপলের সঙ্গে আলোচনা করছি, যাতে মানুষ ঘরে বসে চশমা চোখে লাগিয়ে এমনভাবে খেলা দেখে, যেন তারা স্টেডিয়ামে উপস্থিত হওয়ার অভিজ্ঞতা লাভ করে। সর্বত্রই যেন ‘ইনফিনিট সান্তিয়াগো বার্নাব্যু’।”
প্রকল্পটি রিয়াল মাদ্রিদ ও অ্যাপল যৌথভাবে বাস্তবায়ন করবে। তবে এটি বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।