উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ভিনিসিয়াস ও বেলিংহ্যামের রাত

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৪, ২০২৩, ০৩:০৪ এএম

ভিনিসিয়াস ও বেলিংহ্যামের রাত

ইতালির নাপোলি জয় করেছে রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচটি দারুণ লড়াই হয়েছে। ম্যাচশেষে জয়ী ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ। ৩-২ ব্যবধানে জিতেছে তারা। আর জয়ের নায়ক ভিনিসিয়াস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। দুজনই গোল করেছেন। 

রিয়াল মাদ্রিদের কঠিন মৌসুম এটি। চোটজর্জর দলটি টানা ২টি ম্যাচ জিতল চ্যাম্পিয়নস লিগে। ১৪ বারের চ্যাম্পিয়নদের শুরুটা বেশ হয়েছে।  

এই রাতে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে কোপেনহেগেনকে। ম্যানচেস্টার ইউনাইটেড ২-৩ ব্যবধানে হেরেছে গ্যালাতেসারের বিপক্ষে। 

আর্সেনাল ২-১ ব্যবধানে হেরে গেল লেন্সের কাছে। ওদিকে ইন্টারমিলান ১-০ গোলে জয় পেল বেনফিকার বিপক্ষে। কষ্টার্জিত জয়। 

 

 

Link copied!