টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৫, ১২:৫৯ পিএম

টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি আরও মজবুত করতে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। মে মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া এই সিরিজের সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

সিরিজ শুরু হবে ২৫ মে। প্রথম দুই ম্যাচ বসবে ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়ামে২৭ মে দ্বিতীয় ম্যাচ। এরপর সিরিজের বাকি তিন ম্যাচ আয়োজন করা হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে৩০ মে, ১ জুন ও ৩ জুন। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়।

এই সিরিজ দিয়েই ১৭ বছর পর পাকিস্তানের ফয়সালাবাদে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সবশেষ ২০০৮ সালে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই বিরতি ভেঙে আবারও আন্তর্জাতিক মঞ্চে ফিরছে ইকবাল স্টেডিয়াম, আর প্রতিপক্ষ হিসেবে থাকছে বাংলাদেশ।

২১ মে পাকিস্তানে পৌঁছাবে টাইগাররা। সিরিজ শুরুর আগে ২২ ও ২৪ মে দুই দিন অনুশীলন করবে ইকবাল স্টেডিয়ামে। এরপর ২৫ মে থেকে মাঠে গড়াবে দুই দেশের মধ্যে পাঁচ ম্যাচের লড়াই। এফটিপি অনুযায়ী, পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্ব বিবেচনায় দুই বোর্ড সম্মত হয়েছে কেবল টি-টোয়েন্টি খেলার বিষয়ে।

সিরিজ শেষে পাল্টা সফরে বাংলাদেশে আসবে পাকিস্তান। ঢাকায় তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে দুই দলের। সেই সিরিজের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে২০, ২২ ও ২৪ জুলাই। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

এই জুলাই মাসের সিরিজটি আইসিসির এফটিপি সূচিতে নেই। তবে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে বিসিবি ও পিসিবির সভাপতি পর্যায়ের আলোচনায় সেটি আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Link copied!