এশিয়া কাপে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিল ভারত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫০ ওভারের খেলা হয়েছে অবশ্য।
ভারত ৪৮.৫ ওভারে ২৬৬ রানে সবকটি উইকেট হারায়। ৬৬ রানে ৪ উইকেট হারানোর পর বিপদে পরে ভারত। তবে হার্দিক পান্ডিয়া ও ইশান কিষানের পঞ্চম উইকেটের জুটি ছিল ১৩৮ রানের। এই জুটিতে ভারত মূলত লড়াই করার পুঁজি পায়।
পান্ডিয়া ৮৭ ও কিষান ৮২ রান করেন। ভারতকে বিপাকে ফেলেন পাকিস্তানের গতিরাজ শাহিনশাহ আফ্রিদি। ৩৫ রানে তিনি ৪ উইকেট নেন তিনি।
কোহলিকে ৪ রানে বোল্ড করেন শাহিন। রোহিত ১১ রানে সেই শাহিনের বলেই বোল্ড হন। ভারত ৪ উইকেট হারিয়ে বিপদে ছিল। তবে কিষান ও পান্ডিয়ার জুটি ভারতকে বড় স্কোর এনে দেয়। ৩টি করে উইকেট পেয়েছেন নাইম শাহ ও হারিস রৌউফ।
বিস্তারিত আসছে..........