ট্রাম্পের মন্ত্রিসভায় ৫ নারী, এদের সম্পর্কে যা জানা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৪, ০৭:৪৬ পিএম

ট্রাম্পের মন্ত্রিসভায় ৫ নারী, এদের সম্পর্কে যা জানা গেছে

ট্রাম্প প্রশাসনে অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত পাম বন্ডি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার আগে প্রশাসন চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্প তার মনোনীত প্রার্থী চূড়ান্ত করেছেন। শনিবার, ২৩ নভেম্বর কৃষিমন্ত্রী হিসেবে ব্রুক রলিন্সকে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে ট্রাম্পের ১৫ সদস্যের মন্ত্রিসভা পূর্ণ হলো।

ট্রাম্পের ১৫ সদস্যের মন্ত্রিসভায় নারী রয়েছেন ৫ জন। এরা যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন নিয়ে দায়িত্বপ্রাপ্ত হবেন।  

ট্রাম্প প্রশাসনে মনোনয়ন পাওয়া এই পাঁচ নারীর পরিচিতি নিয়ে এই আয়োজন।  

অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি

ট্রাম্পর প্রশাসনে অ্যাটর্নি জেনারেল পদে মনোনীত হয়েছেন পাম বন্ডি। ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন বন্ডি। তিনি এ পদে ছিলেন ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত।

ফ্লোরিডার সাবেক কংগ্রেসম্যান ম্যাট গেইটজের পরিবর্তে তাকে মনোনয়ন দেয়া হয়। তিনি ট্রাম্পের আগের মেয়াদে মাদক ও ওষুধের অপব্যবহার-সংক্রান্ত কমিশনে দায়িত্ব পালন করেছেন। 

হোমল্যান্ড সিকিউরিটি-বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম

ট্রাম্পের প্রশাসনে হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েম। তিনি ট্রাম্পের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট প্রার্থী) হতে পারেন বলে এবারের নির্বাচনের আগে আলোচনা ছিল। ২০২২ সালের নির্বাচনে বড় জয় নিয়ে তিনি দ্বিতীয় মেয়াদে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হন।

করোনা মহামারির সময় নিজের অঙ্গরাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার বিরোধিতা করে তিনি জাতীয় রাজনীতিতে আলোচনায় আসেন। 

শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমোহন

ট্রাম্পের ট্রানজিশন টিমের কো-চেয়ার লিন্ডা ম্যাকমোহনকে দেশটির পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। লিন্ডা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক নির্বাহী। স্বামী ভিন্স ম্যাকমোহনের সঙ্গে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন।

লিন্ডা ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে প্রশাসক হিসেবে কাজ করেছেন। ২০২১ সাল থেকে ওয়াশিংটন ডিসিভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের বোর্ড চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন লিন্ডা।  

শ্রমমন্ত্রী লোরি শাভেজ-ডিরেমার

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসনে শ্রমমন্ত্রী পদে লোরি শাভেজ-ডিরেমারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ৫৬ বছর বয়সী রিপাবলিকান এই রাজনীতিক অরেগন থেকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নির্বাচিত সদস্য। তার প্রতি ট্রেড ইউনিয়নগুলোর শক্ত সমর্থন রয়েছে বলে মনে করা হয়।  

কৃষিমন্ত্রী ব্রুক রলিন্স

কৃষিমন্ত্রী পদে মনোনয়ন পেয়েছেন ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী ব্রুক রলিন্স। আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট রলিন্স ট্রাম্পের প্রথম মেয়াদে অফিস অব আমেরিকান ইনোভেশনের পরিচালক ছিলেন। এছাড়া রলিন্স হোয়াইট হাউসের অভ্যন্তরীণ নীতি কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারান। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের স্থলাভিষিক্ত হবেন।

Link copied!