প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত ২

বাসস

জানুয়ারি ২৪, ২০২৬, ০৩:১০ পিএম

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌযানে মার্কিন হামলা, নিহত ২

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে একটি নৌযানে মার্কিন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী শুক্রবার এই তথ্য জানিয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানায়, হামলায় ক্ষতিগ্রস্ত নৌযানটি থেকে নিখোঁজ হওয়া তৃতীয় ব্যক্তিকে উদ্ধারে কোস্টগার্ড তল্লাশি চালাচ্ছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন দক্ষিণ কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে, ওই নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মাদক-পাচারের জন্য পরিচিত একটি রুট দিয়ে মাদক পাচার করছিল। 

সাউথকমের শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একাধিক ইঞ্জিনচালিত একটি নৌকা বিস্ফোরণে ধ্বংস হয়ে যাচ্ছে। হামলার আগে ওই নৌযানে তিনজনকে দেখা গিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত সেপ্টেম্বরের শুরুতে মাদক চোরাচালানকারী নৌযান লক্ষ্য করে অভিযান শুরু করে। 

যুক্তরাষ্ট্রের দাবি, ভেনেজুয়েলার ‘মাদক-সন্ত্রাসীদের’ নির্মূল করতেই তাদের এই অভিযান।

তবে এসব অভিযানের কার্যকারিতা নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না মেলায় এর বৈধতা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। 

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, বেসামরিক ব্যক্তিদের ওপর এই ধরনের হামলা ‘বিচারবহির্ভূত হত্যা’র শামিল। কারণ এই নৌযানগুলো যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি সৃষ্টি করছিল না।

গত বছরের শেষ দিকের পর এটিই প্রথম বড় ধরনের হামলা। বিশেষ করে জানুয়ারির শুরুতে কারাকাসে এক অভিযানে ভেনেজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটকের পর এটিই প্রথম বড় সামরিক পদক্ষেপ।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে যে, তাদের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন আগামী ১১ ফেব্রুয়ারি ওয়াশিংটনে ৩৪টি দেশের সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং অপরাধী ও সন্ত্রাসী সংগঠনগুলোকে প্রতিহত করার বিষয়ে সেখানে ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্ব নিয়ে আলোচনা হবে।

Link copied!