প্রথম টি টোয়েন্টি

জাকের-মাহমুদউল্লাহর বীরত্ব ছাপিয়ে শ্রীলংকার জয়

স্পোর্টস ডেস্ক

মার্চ ৪, ২০২৪, ০৯:৫৮ পিএম

জাকের-মাহমুদউল্লাহর বীরত্ব ছাপিয়ে শ্রীলংকার জয়

সিলেটে ৩৪ বলে ৬৮ রান করেন জাকের আলী অনিক ছবি : বিসিবি

মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকে ব্যাটিং বীরত্বের পরও হেরে গেল বাংলাদেশ। সিলেটে প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ৩ রানে হেরেছে। 

৩ ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিল শ্রীলংকানরা। মাহমুদউল্লাহ ৩১ বলে ৫৪ ও জাকের ৩৪ বলে ৬৮ রান করেন। তারপরেও বাংলাদেশ হেরে গেল অল্প রানে। 

শ্রীলংকার করা ৩ উইকেটে ২০৬ রানের জবাবে ৮ উইকেটে ২০৩ রান করে বাংলাদেশ।  সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সাদিরা সামারাবিক্রমা ৪৮ বলে ৬১ ও চরিথ আশালাঙ্কা ২১ বলে ৪৪ রান করেন। কুশল মেন্ডিস ৩৬ বলে ৫৯ রান করে আউট হন।

কুশল মেন্ডিস ৩৬ বলে ৫৯ রান করেন। মোস্তাফিজ ৪ ওভারে ৪২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। শরিফুল ৪৭ রানে ১ উইকেট নেন।

তাসকিনের পরিস্থিতি আরও খারাপ। তিনি ৪ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট নেন। সিরিজের প্রথম ম্যাচের একাদশে রাখা হয়েছে স্পিনার আলিস আল ইসলামের ইনজুরিতে দলে সুযোগ পাওয়া জাকের আলিকে। এর আগে ৩টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাকের। তবে সেগুলো  ছিল এশিয়ান গেমসে।

টি-টোয়েন্টিতে একবারই ২শর বেশি রানের টার্গেট স্পর্শ করে জয় পেয়েছিলো টাইগাররা। সেটিই এই শ্রীলংকার বিপক্ষে। আর ঘরের মাঠে ১৬৪ রানের বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড নেই টাইগারদের। এমন পরিসংখ্যান নিয়ে খেলতে নেমে পঞ্চম ওভারের মধ্যে দলীয় ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। রিয়াদ ও জাকের এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে বের করে আনেন। 
১৯তম ওভারে ৩টি চারে ১৫ রান তুলেন জাকের। এতে শেষ ওভারে জয়ের জন্য ১২ রানের সমীকরন পায় টাইগাররা। তবে শেষ রক্ষা হয়নি। 

দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি ৬ মার্চ এই সিলেটেই রয়েছে। 

Link copied!