২০০৬ সালে শুরু হয়েছিলো পুরুষদের আইপিএল। এর তুমুল জনপ্রিয়তার কারণে গত বছর নারী আইপিএল চালু করেছিলো বিসিসিআই। তারই ধারাবাহিকতায় আগামী বছর শুরু হতে যাচ্ছে নারী আইপিএলের (ডব্লিউপিএল) দ্বিতীয় আসর। যার নিলাম অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে, আগামী ৯ ডিসেম্বর। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ শুরুর আগে নিলামের ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার। তারা হচ্ছেন পেসার মারুফা আকতার ও স্পিন অলরাউন্ডার রাবেয়া
ড্রাফট থেকে মোট ১৬৫ জন ক্রিকেটার নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। যেখানে ভারতের ক্রিকেটারই ১০৪ জন। বিদেশি ক্রিকেটার আছেন ৬১ জন।
৬১ জন বিদেশির মধ্যে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ ১৮ জন নাম লিখিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন ইংল্যান্ডের। ৪ জন করে আছে ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের। সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে আছে ৩ জন করে। এর বাইরে ২ জন করে আছে দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও বাংলাদেশের। হংকং থেকে নাম লিখিয়েছেন একজন।
উল্লেখ্য, সর্বোচ্চ ৫০ লাখ ভারতীয় রুপি ভিত্তিমূল্যে আসন্ন আসরের ড্রাফটে নাম লিখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার দিয়েন্দ্র ডোটিন ও অস্ট্রেলিয়ার কিম গার্থ। নিলামে ১৬৫ ক্রিকেটার থাকলেও সেখান থেকে দল পাবেন মাত্র ৩০ জন। মাত্র ৯টি স্লট খালি রয়েছে বিদেশি ক্রিকেটারদের জন্য।