ড্র-তে চোখ সুজনের

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২২, ০১:১৭ এএম

ড্র-তে চোখ সুজনের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে কিউইদের দেওয়া ৩২৮ রান টপকে ৭৩ রানের লিড দিয়েছে মুমিনুল হকের দল। হাতে আছে এখনো ৪ উইকেট, সফরকারীদের এখন লক্ষ্য চতুর্থ দিন সকালে কমপক্ষে দেড়শ রানের লিড দিয়ে জিততে না পারলেও এই টেস্ট ড্র করা। 

মাউন্ট মঙ্গানুইয়ে সোমবার (৩ জানুয়ারি) তৃতীয় দিন শেষে ড্র-করার বিষয়টি জানিয়েছেন দলের সঙ্গে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ‘আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।’

তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৪০১ রান। ইয়াসির আলী রাব্বি (১১) ও মেহেদী হাসান মিরাজ (২০) অপরাজিত আছেন। সুজন মনে করিয়ে দিয়েছেন, চতুর্থ দিনের সকালটা গুরুত্বপূর্ণ। ফল নিজেদের দিকে নিতে চাইলে লিড আরও বাড়িয়ে কিউইদের চাপে ফেলতে হবে। 

সুজন বলেন, ‘কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে, ৭৩ রান লিড আছে। আরও ৭০ রানের মত লিড পেলে দেড়শ রানের মত লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব।’

সুজন স্মরণ করেছেন অতীতকেও। এর আগে ২০১৭ সালের শুরুতে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। লিড নেওয়ার পরও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচটি হেরেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে।  বারবার এমন ভুল হোক চান না সুজন। 

দলের সকলে অনুপ্রাণীত করার কথা জানিয়ে সুজনের মন্তব্য, ‘আমি সবার সঙ্গে আলাদাভাবে কথা বলি। চেষ্টা করি প্রেরণা দিতে। দলগতভাবে সবাইকে একটা কথাই বলেছিলাম-আমরা এখানে দশটা ম্যাচ খেলেছি। একবার ৫৯৫ করে ইনিংস ঘোষণা করেও হেরেছিলাম। আমি বলেছিলাম বারবারতো হারতে পারি না। একটা গ্রুপকে তো ভালো করতে হবে। এই গ্রুপটাই করতে পারে।‘

টেস্টের তিন দিন শেষ। এখনো বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়নি। দুই দলেরই এখনো দ্বিতীয় ইনিংস বাকি। পিচ থেকে যেভাবে ব্যাটসম্যানরা সুবিধা পাচ্ছেন, ড্রয়ের সম্ভাবনাই বেশি। যদি না অতিমানবীয় কিছু না ঘটে। 

বাংলাদেশ নিউ জিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৫টি টেস্ট খেলেছে। তার মধ্যে ১২টি ম্যাচে মাঠ ছাড়তে হয়েছে হারের গ্লানি নিয়ে। বাকি ৩টা ম্যাচের ইতি ঘটেছে ড্র-তে। তিনটি ড্র-ই আবার দেশের মাটিতে, দুটি ঢাকায় ও একটি চট্টগ্রামে। যদি এবার ড্র-ও হয় তাহলে, নিউ জিল্যান্ডের মাটিতে এটি প্রথম ড্র হবে। সুজনের আশা কি পূরণ করতে পারবেন মুমিনুল-মুশফিকরা?

Link copied!