ব্রাজিলের কোচ জল্পনার অবসান; দায়িত্ব পেতে যাচ্ছেন আনচেলত্তি!

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৩, ০১:৫১ পিএম

ব্রাজিলের কোচ জল্পনার অবসান; দায়িত্ব পেতে যাচ্ছেন আনচেলত্তি!

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের কোচ পরিবর্তন নিয়ে শুরু হয় জোরালো আলোচনা। এরপর তিতের পদত্যাগ অনিবার্য করে দেয় নতুন কাউকে দায়িত্ব দিতে। একের পর এক বিখ্যাতদের নাম নিয়ে তৈরি হতে থাকে তালিকা। কিন্তু অপেক্ষার প্রহর যেন ফুরাচ্ছিলই না। এবার সেই অপেক্ষার যেন অবসান হতে যাচ্ছে। ব্রাজিলের কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। এমনটাই গুঞ্জন এখন ফুটবল দুনিয়ায়।

আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ইচ্ছা ব্রাজিল ফুটবল কনফেডারেশনেরও। এই ইতালিয়ান কোচের সাথে কাজ করার কথা সরাসরিও বলেছেন সিবিএফের সভাপতিসহ খেলোয়াড়েরা। 

কিন্তু এ বিষয়ে আনচেলত্তি বক্তব্যে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোর ইচ্ছা নিয়ে কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। তিনি শুধু জানান রিয়াল মাদ্রিদের সাথে এখনো চুক্তির মেয়াদ শেষ হয়নি তাঁর।

২০২৪ সালে রিয়াল মাদ্রিদের সাথে মেয়াদ শেষ হবে আনচেলত্তির। এদিকে সিবিএফের এক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি তাঁদের প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে হতে যাওয়া কোপা আমেরিকা থেকে নেইমার-ভিনিসিয়ুসদের প্রধান কোচ হবেন তিনি। 

সর্বশেষ কাতার বিশ্বকাপে শেষ আটে বিদায় নেওয়ার পর বিদেশি কোচ নিয়োগের ব্যাপারে ব্রাজিল বেশি জোর দেয়। ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনো চ্যাম্পিয়নের স্বাদ না পাওয়া ব্রাজিলের পছন্দের তালিকায় ছিল আনচেলত্তির নাম।

যদিও আনচেলত্তিকে পেতে এক বছর অপেক্ষা করতে আপত্তি নেই এমনটাই বুঝিয়েছেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। 

আনচেলত্তি যদি দায়িত্ব নেন তাহলে প্রায় ৬০ বছরের মধ্যে ব্রাজিলের প্রথম বিদেশি কোচ হবেন তিনি। সর্বশেষ বিদেশি কোচ ছিলেন ফিলিপো নুনেজ। তবে ১৯৬৫ সালে এক ম্যাচের জন্য ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন এই আর্জেন্টাইন।

অবশ্য আনচেলত্তি দায়িত্ব গ্রহণের আগে ব্রাজিল দলকে পথ দেখাবেন নতুন অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। রামন মেনেজেসের পরিবর্তে তাঁকে নিয়োগের বিষয়ে সিবিএফ সভাপতি রদ্রিগেজ বলেছেন, ‘এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন ফার্নান্দো দিনিজ। তিনি দক্ষতার সঙ্গেই এ দায়িত্ব পালন করবেন বলে আমি নিশ্চিত। পেশাদার ক্যারিয়ারে তিনি সব সময় এটি করে আসছেন।’

ব্রাজিলের কোচ হওয়াকে স্বপ্ন এবং সম্মানের বলে জানিয়েছেন দিনিজ। ৪৯ বছর বয়সী কোচ বলেছেন, ‘জাতীয় দলে কাজ করা একটি স্বপ্ন, সম্মান এবং বিশাল গর্বের।’

Link copied!