বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) হুঁশিয়ারি দিয়ে বলছে, আগামী কয়েক মাসের মধ্যে ডেলটা হবে করোনার প্রধান ধরন। বুধবার (৩০ জুন) দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ডেলটা করোনার অতি সংক্রামক একটি ধরন। বিশ্বের প্রায় ১০০টি দেশে করোনার ডেলটা ধরন পাওয়া গেছে। এর মধ্যে কিছু দেশে করোনার ডেলটা ধরন থেকে সংক্রমণ বৃদ্ধি ও সংক্রমিত ব্যক্তিদের হাসপাতালে ভর্তির হার বাড়তে দেখা যাচ্ছে বলে জানিয়েছে তারা। ডেলটার কারণে সংক্রমণ বাড়তে থাকায় এটা করোনার অন্য সব ধরনকে দ্রুত ছাপিয়ে যেতে পারে বলে মনে করছে ডব্লিউএইচও।
তারা বলছে, এভাবেই আগামী কয়েক মাসের মধ্যে করোনার ডেলটা ধরন প্রাধান্যশীল হয়ে উঠতে পারে। এই মহামারি মোকাবিলায় বিশ্বে এখন পর্যন্ত যেসব হাতিয়ার বিদ্যমান তা দিয়েই ডেলটার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর। তবে যেহেতু এই ধরনের সংক্রমণ বাড়ছে, তাই সুরক্ষামূলক ব্যবস্থাগুলো দীর্ঘ সময় ধরে চলমান রাখা প্রয়োজন বলে মনে করে ডব্লিউএইচও।
এর আগে ডব্লিউএইচও’র প্রধান টেডরোস আধানম গেব্রেয়িসাস বলেছিলেন, এখন পর্যন্ত শনাক্ত করোনার ধরনগুলোর মধ্যে ডেলটাই সবচেয়ে সংক্রামক। যারা টিকা নেয়নি তাদের মধ্যে এটা দ্রুত ছড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ডব্লিউএইচও প্রধান বলেন, ডেলটা নিয়ে বর্তমানে অনেক উদ্বেগ রয়েছে। এ নিয়ে আমরাও উদ্বিগ্ন।
গেব্রেয়াসুস আরও বলেছিলেন, ‘ডেলটা নিয়ে বিশ্বে বর্তমানে অনেক উদ্বেগ রয়েছে। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উদ্বিগ্ন।’
করোনার ডেলটা ধরন প্রথম শনাক্ত হয় ভারতে। গত বছরের অক্টোবরে এই ধরনটি শনাক্ত হয়। করোনার এই ধরনটি অতি সংক্রামক। ডেলটা দ্রুত একজনের কাছ থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মূলত এ ধরনের কারণেই ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করে। সংক্রমণের ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশটি।
করোনার ডেলটা ধরনকে শুরুতে ভারতীয় ধরনই বলা হতো। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পক্ষ থেকে এই ধরনটির নতুন নাম দেওয়া হয় ‘ডেলটা ভেরিয়েন্ট’। ধরনটির বৈজ্ঞানিক নাম (বি.১. ৬১৭)। গত মে মাসে করোনার ডেলটা ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে তালিকাভুক্ত করে ডব্লিউএইচও।
সূত্র: এনডিটিভি।