জার্মানিতে লকডাউনের ১ দিন পর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২৫, ২০২১, ০৩:৪৮ পিএম

জার্মানিতে লকডাউনের ১ দিন পর বাতিল

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল আগামী মাসে পাঁচদিনের যে কঠোর লকডাউন ঘোষণা করেছিলেন, একদিন পরই তা বাতিল করেছেন। বুধবার (২৪ মার্চ) এই পরিকল্পনাকে ‘একটি ভুল’ উল্লেখ করে জানান, এই সিদ্ধান্ত বাতিলের পুরো দায় তার।

সোমবার রাতে প্রস্তাবিত এই লকডাউন পরিকল্পনার বিষয়ে আঞ্চলিক নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এতে ১-৫ এপ্রিল বিভিন্ন বিধি-নিষেধ জারি করার প্রস্তাব করা হয়। কিন্তু বুধবার পরবর্তী বৈঠকে এই সিদ্ধান্ত বাতিল করা হয়। পরিকল্পনাটি ব্যবসায়িক নেতা ও বিজ্ঞানীদের কঠোর সমালোচনার মুখে পড়ে।

ইস্টারের লকডাউন বাতিলের ঘোষণা দিয়ে মেরকেল বলেন, আমাদের একটি নতুন ভাইরাস রয়েছে। তীব্রভাবে সংক্রমণ ছড়ানো যুক্তরাজ্যের ভ্যারিয়েন্ট এখন অনেক ছড়াচ্ছে। যা দেশকে নতুন আরেক মহামারিতে নিয়ে যাচ্ছে।

মেরকেল আরও বলেন, এটি আরও বেশি প্রাণঘাতী, সংক্রামক ও বেশি দিন সংক্রমণ থাকছে।

ইস্টারে পাঁচদিনের লকডাউন পরিকল্পনা বাস্তবায়িত হলে তা হতো দেশটিতে করোনা নেয়া সবচেয়ে কঠোর সিদ্ধান্ত। ১ থেকে ৫ এপ্রিল  দুটি পরিবারের পাঁচ জনের বেশি মানুষ একত্রিত না হওয়া ও সব দোকানপাট পুরোপুরি বন্ধ রাখার প্রস্তাব ছিল। শুধু  ৩ এপ্রিল সুপারমার্কেট ও মুদির দোকান খোলা রাখার কথা বলা হয়েছিল। এছাড়া ইস্টারে গির্জায় ধর্মীয় জমায়েত না করারও প্রস্তাব ছিল পরিকল্পনায়।

সূত্র:বিবিসি।

 

 

Link copied!