ঘূর্ণিঝড় মোখা : আগাম ধান কাটার নির্দেশনা, শঙ্কায় বরিশাল অঞ্চল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৩, ১০:৪৭ এএম

ঘূর্ণিঝড় মোখা : আগাম ধান কাটার নির্দেশনা, শঙ্কায় বরিশাল অঞ্চল

বুধবার সন্ধ্যার আগেই পরিণত ঘূর্ণিঝড়ের রূপ লাভ করবে ‘মোখা’। ১১ থেকে ১২ মে দেশের চট্টগ্রাম ও আশেপাশের অঞ্চলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেই ধান কাটার জন্য নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু বরিশালসহ দক্ষিণবঙ্গের অনেক অঞ্চলের ধান না পাকার ফলে শঙ্কায় রয়েছে কৃষকরা।

বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক পার্টনার অফিস ঘোষণা দিয়েছে আগামীকাল ১০ মে এর মধ্যে ঘূর্ণিঝড় মোখা সৃষ্টির সম্ভাবনা ও প্রবল শক্তি নিয়ে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে আঘাতের সম্ভাবনা নিয়ে। ঘূর্ণিঝড় মোখা ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার বেগে স্থল ভাগে আঘাত করার আশংকা করা যাচ্ছে।

ঘূর্ণিঝড় মোখা (সম্ভাব্য) অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড় হিসাবে ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার বেগে চট্টগ্রাম, কক্সবাজার ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার আশংকা করা যাচ্ছে। তবে এর আগেই কৃষকদের ধান কাটার নির্দেশনা দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

নির্দেশনা অনুসারে যদি ধানের ৮০ শতাংশ পেকে যায় তাহলে যেন আগাম ধান কেটে ফেলে কৃষকরা। সে হিসেবে দেশের অধিকাংশ অঞ্চলে ধান কাটার সময় হয়ে এসেছে। তবে ব্যতিক্রম রয়েছে বরিশাল অঞ্চলে। যদিও এই অঞ্চলে ধান কাটার পরিমান বেশি। কিন্তু এখন যে টুকু কাটা হয়নি সেগুলো কাঁচা অবস্থায় রয়েছে। অন্যান্য অঞ্চলে বুধ ও বৃহস্পতিবারের মধ্যে ধান কাটা হয়ে যাবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা (সরেজমিন উইং) কৃষিবিদ হুমায়ুন কবির দ্য রিপোর্ট ডট লাইভকে জানায়, কৃষকদের ধান কাটার নির্দেশনা দেয়া আছে। কালকের (বুধবার) মধ্যে ইতিবাচক অবস্থায় ধান কাটা হবে। তবে বরিশাল অঞ্চলে অবশিষ্ট ধান একটু কাঁচা রয়েছে এখনও তাই এই অঞ্চল নিয়ে শঙ্কা রয়েছে।

কর্তনের হার ইতিবাচক

সর্বশেষ মঙ্গলবারের হিসাব অনুসারে চলতি ২০২২-২৩ অর্থবছরে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চলতি বছরে মোট ৪৯ লাখ ৯৯ হাজার হেক্টরে বোরো চাষ হয়েছে। এরমধ্যে ২৯ লাখ ২ হাজার হেক্টরের ফসল কাটা হয়েছে। অর্থাৎ ৫৮.৫৫ শতাংশ কাটা হয়েছে। আর উত্তারাঞ্চলের ধান ইতোমধ্যে ৮০ শতাংশ পাকা হয়েছে। যার ফলে বাকি দুই দিনের মধ্যেই ধান কাটা হয়ে যাবে।

তবে বরিশাল অঞ্চলের ধান কাটার হার বেশি হলেও বাকি ধান এখনও কাঁচা রয়েছে। এই অঞ্চলে ১ লাখ ৯৫ হাজার হেক্টর জমির ১ লাখ ২৩ হাজার হেক্টর জমির ধান কাটা হয়েছে। তবে বাকি ৩৬.৫০ শতাংশ ধান এখনও কাঁচা আছে। তাই বৃহস্পতিবার ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানলে ক্ষতির পরিমাণ বাড়বে বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

Link copied!