মে ১৪, ২০২৩, ০৩:৫৮ পিএম
ঘূর্ণিঝড় মোখার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল। এ কারণে আগামী দুই দিন ৪০০ ঘনমিটার গ্যাসের ঘাটতি দেখা দেবে যার প্রভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে।
রবিবার (১৪ মে) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের মোখার প্রভাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটি একটু দূরে ভেসে যায়। যেটি মেরামত করতে ১৫ দিনের মতো সময় লেগে যাবে। অন্যটি দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।
এর আগে, গত শুক্রবার রাত ১১টা থেকে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে কক্সবাজারের মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকার কথা জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
শুক্রবার রাতে মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি অনুকূল হওয়ার পর তা পুনরায় চালু করা হবে। তবে চট্টগ্রাম, মেঘনাঘাট, হরিপুর ও সিদ্ধিরগঞ্জ এলাকায় গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ বা আংশিক চালু থাকতে পারে।
এ দুই টার্মিনালের মাধ্যমে এলএনজি কার্গো থেকে আমদানি করা এলএনজি দেশে গ্যাসের জাতীয় গ্রিডে যুক্ত করা হয়। গ্যাস সরবরাহ বন্ধ থাকার ফলে শনিবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবারহ ব্যাহত হয়।