ঘূর্ণিঝড় মোখা: বাংলাদেশ নয় আঘাত হানলো মিয়ানমারে

নিজস্ব প্রতিবেদক

মে ১৪, ২০২৩, ১০:৩৫ পিএম

ঘূর্ণিঝড় মোখা: বাংলাদেশ নয় আঘাত হানলো মিয়ানমারে

 

বাংলাদেশের চেয়ে আরও বেশি শক্তিশালীভাবে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের সিটওয়ে উপকূলে আঘাত হেনেছে অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা। ঝোড়ো বাতাসে গাছ-পালাসহ হালকা ঘর-বাড়ি উড়ে যেতে দেখা গেছে।

মোখার প্রভাবে শহরের কয়েকটি মোবাইল টাওয়ার ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গার বিদ্যুৎ খুঁটি ভেঙে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।

রবিবার বিকেলে সিটওয়েতে প্রবল বাতাসে একটি বড় যোগাযোগ টাওয়ার উড়ে যাওয়ার পর রাখাইন রাজ্যের কিছু অংশে কিছু মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে রাখাইনের কয়েকটি শহরে। পানি বাড়তে থাকায় ভূমিধস ও বন্যার আশঙ্কাও বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয় সময় রবিবার দুপুর ১টা ৩০-এর দিকে উপকূলে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২০ কিলোমিটার। এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম মিয়ানমার নাউ।

মিয়ানমারের স্থানীয় মিডিয়া আউটলেট ওয়েস্টার্ন নিউজও একটি শক্তিশালী জলোচ্ছ্বাস খবর দিয়েছে। জরুরি উদ্ধারকারী দলের উদ্ধৃতি দিয়ে, সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে সিত্তওয়ের কিছু অংশে বন্যা দেখা গেছে এবং স্থানীয়দের সাহায্যের জন্য অনুরোধ করা হয়েছে। উদ্ধারকারী দলগুলো জানিয়েছে যে তারা বন্যা এবং বাতাসের শক্তি উভয়ের কারণে বাড়িঘর এবং অবকাঠামোর বড় ক্ষতির আশা করছে।

সর্বশেষ মিয়ানমারের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাখাইন উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১২০ মাইল বেগে বাতাস বয়ে যেতে পারে, যেখানে জোয়ার-ভাটা ২০ ফুট পর্যন্ত বাড়তে পারে।

Link copied!