ঘূর্ণিঝড় মোখা: কিছু সময়ের জন্য তলিয়ে যেতে পারে সেন্টমার্টিন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৪, ২০২৩, ১০:৩৭ এএম

ঘূর্ণিঝড় মোখা: কিছু সময়ের জন্য তলিয়ে যেতে পারে সেন্টমার্টিন

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ এখন উপকূলের আরও কাছকাছি। আজ রবিবার (১৪ মে) বিকেল ৩ টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে মোখা ভয়াবহ তাণ্ডব চালাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “সেন্টমার্টিনে যেহেতু বড় কোনো অবকাঠামো নেই, সেহেতু ঝড়টি কোথাও বাধা পাবে না। সরাসরি দ্বীপে এসে আঘাত করবে। ঝড়ের কেন্দ্র যখন সেন্টমার্টিন অতিক্রম করবে তখন দ্বীপের এই পাড় থেকে পানি ওই পাড়ে চলে যাবে। ঝড়ের তীব্রতার কারণে কিছু সময়ের জন্য তলিয়ে যেতে পারে দ্বীপটি।”

তিনি জানান, তবে পানি স্থির অবস্থায় থাকবে না। সে হিসেবে পানি সরেও যেতে পারে। পরিস্থিতি পুরোটাই নির্ভর করছে ঝড়ের গতির ওপর।

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে টেকনাফ ও সেন্ট মার্টিনে ঝড়ো বাতাস বইতে শুরু করেছে। জানা গেছে, টেকনাফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর সেন্ট মার্টিনে মুষলধারে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।

অধিদপ্তর জানায়, প্রবল শক্তি নিয়ে উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আঘাত হানতে পারে কক্সবাজারে। তবে প্রতি মুহূর্তেই রূপ পরিবর্তন করছে মোখা। এখন পর্যন্ত অতি প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাব বজায় রেখে এগিয়ে আসছে উপকূলের দিকে।

Link copied!